প্রস্তাবিত মেডিকেল কলেজ রাতাবাড়িতে স্থাপনের বিরোধিতায় বিধানসভার সামনে অনশনে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ
মেডিকেল কমিশনের নির্দেশিকা অনুসরণ করে করিমগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে আজ আসাম বিধানসভার সামনে অনশনে বসেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধানসভার চলতি শীতকালীন অধিবেশন চলাকালীন কংগ্রেস বিধায়ক আজ এই প্রতিবাদ করেছেন।
তিনি অভিযোগ করেছেন, করিমগঞ্জ শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রাতাবাড়িতে প্রস্তাবিত করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে, যা ন্যাশনাল মেডিকেল কমিশনের (এনএমসি) বিধি লঙ্ঘন করে।
বিধানসভায় ও প্রস্তাবিত করিমগঞ্জ মেডিকেল কলেজ রাতাবাড়ি এলাকায় স্থাপনের বিরোধিতা করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। তিনি অভিযোগ করেছেন যে, জনহিতকর এই কাজে ও রাজনীতি করা হচ্ছে এবং সেই জন্যই তিনি অনশনে বসেছেন।
দে পুরকায়স্থ একটি প্ল্যাকার্ড নিয়ে বসেন যাতে লেখা ছিল, “করিমগঞ্জ মেডিকেল কলেজের স্থান এমএমসি নির্দেশিকা অনুসারে প্রত্যন্ত অঞ্চল থেকে সরিয়ে জাতীয় সড়কের পাশে স্থাপনের দাবিতে” ।
দিসপুরে বিধানসভা ভবনের সামনে মিডিয়ার সাথে কথা বলার সময় বিধায়ক বলেন, “বিধানসভার বর্তমান অবস্থা পক্ষপাতদুষ্টতায় ভরা । ক্ষমতায় থাকা এবং বিরোধী দলের সদস্যদের জন্য আলাদা আলাদা নিয়ম ও সময় রয়েছে। কয়েকদিন আগে বাজেটে করিমগঞ্জ মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছিল এবং মন্ত্রিসভার শিলচর বৈঠকে কলেজের জন্য রাতাবাড়িতে স্থান নির্ধারণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশিকা বলে যে, জেলা হাসপাতালের ১০-১৫ কিলোমিটারের মধ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন করা উচিত। বর্তমানে যে স্থানটি নির্ধারণ করা হয়েছে তা করিমগঞ্জ জেলার সদর থেকে প্রায় ৫৬-৬০কিলোমিটার দূরে। পরিকাঠামোর একটি ব্যাপার আছে, যদি এতো দূরবর্তী স্থানে একটি মেডিকেল কলেজ করা হয়, তবে স্থানীয়রা এটার সুবিধা গ্রহণ করতে সক্ষম হবে না। তাহলে এটা কার জন্য বানানো হবে?”
Comments are closed.