![](https://barakbulletin.com/wp-content/uploads/2022/12/IMG-20221218-WA0012-750x430.jpg)
নিজ নির্বাচনী এলাকায় প্রকল্প উদ্বোধন করতে এসে বিক্ষোভের মূখে বিধায়ক মিহির কান্তি সোম
উধারবন্দের খাসপুর বাগেরকোনা এলাকায় জলপ্রকল্প উদ্বোধন করতে এসে প্রতিবাদের মূখে পরতে হল উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমকে।
শনিবার উধারবন্দের খাসপুর জিপির শিবুর জাঙ্গাল এলাকার ৯৪ লক্ষ ৪১ হাজার টাকার নবনির্মিত জলপ্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন বিধায়ক মিহির কান্তি সোম।
নব নির্মিত জলপ্রকল্প উদ্বোধনের খবর পেয়ে একই জিপির ঘুংঘুরবন্দ এলাকার বাসিন্দারা জল জীবন মিশনের অধীনে তাদের প্রত্যেকের ঘরে ঘরে জলের লাইন দেওয়ার দাবিতে জলগ্রকল্পের সামনেই ধর্নায় বসে পরেন।
ধর্না চলাকালীন জল প্রকল্প উদ্ভোধন করতে এসে পৌছেন বিধায়ক। তাকে দেখে ধর্নায় উপস্থিত মহিলারা তাদের গ্রামে জল না দিলে এই প্রকল্প উদ্ভোধন করতে দেওয়া হবেনা বলে স্লোগান দিতে থাকেন।
পরে বাস্তকার দেবব্রত পালের সাথে বলে আগামী কয়েকদিনের ভিতরে প্রত্যেকের ঘরে ঘরে জল পৌঁছানোর প্রতিশ্রুতি দেন।
প্রতিশ্রুতি পেয়ে প্রতিবাদকারীরা শান্ত হন এবং বিধায়ক নব নির্মিত জল প্রকল্পের উদ্বোধন করেন।
Comments are closed.