Also read in

আবার ছেলেধরা গুজব, সিআরপিএফ জওয়ানকে গণপ্রহার উধারবন্দে

প্রশাসন থেকে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও ছেলেধরা গুজব এখনো বরাক উপত্যকা জুড়ে। এবার ছেলেধরা সন্দেহ করে এক সিআরপিএফ জওয়ানকে গণধোলাই দিল উধারবন্দ থানার অন্তর্গত দয়াপুর বাজার ঘাটের জনতা।

ঘটনার বিবরণে জানা যায়, দয়াপুর সিআরপিএফ ছাউনির ৩৫ বছর বয়সী জওয়ান সুভাষ চৌধুরী মাতাল অবস্থায় দয়াপুর বাজার ঘাট এলাকায় অটো রিক্সা থেকে নেমে এক মহিলা-সহ শিশুকে ধাওয়া করে। মহিলা সাথে সাথে ছুটতে ছুটতে চিৎকার চেচামেচি শুরু করেন, আশেপাশের জনতা ছুটে এসে সিআরপিএফ জওয়ানকে পাকড়াও ছেলেধরা সন্দেহে গণধোলাই শুরু করে।

এই খবরে উধারবন্দ থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গিয়াস উদ্দিন লস্কর দলবল নিয়ে ছুটে আসেন। তারা সিআরপিএফ জওয়ানকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসেন। পরবর্তীতে দয়াপুর সিআরপিএফ ক্যাম্পের আধিকারিকরা থানায় এসে সুভাষ চৌধুরীকে সনাক্ত করেন।

এদিকে ছেলেধরা ধরা পড়েছে, এই গুজব ছড়িয়ে পড়তেই উৎসাহী জনতা থানায় আশেপাশে ভিড় জমান। উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর জনতাকে স্পষ্টীকরণ দিয়ে বলেন ছেলে ধরা ব্যাপারটা নেহাতই গুজব। সুভাষ চৌধুরী একজন সিআরপিএফ জওয়ান এবং তাকে সিআরপিএফ আধিকারিকরা সনাক্ত করেছেন। অযথা গুজবে কান না দিতে তিনি জনগণকে পরামর্শ প্রদান করেন এবং কোন ধরনের গুজব না ছড়াতে সতর্ক করে দেন।

Comments are closed.