Also read in

ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা বাড়ানো হলো মঙ্গলবার অবধি

 

আজ সকাল থেকে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা থাকলেও বাস্তবে ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা আরও ২৪ ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্র অনুসারে, বর্তমান পরিস্থিতি, বিক্ষোভ প্রদর্শন, হিংসাত্মক ঘটনা ইত্যাদি বিষয় মাথায় রেখে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আরও ২৪ ঘন্টার জন্যও বাড়ানো যেতে পারে।

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত ১১ ডিসেম্বর রাজ্যে বিক্ষোভ প্রদর্শন তথা বিক্ষিপ্ত হিংসার ঘটনা বিবেচনা করে আসামের দশটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়েছিল, ২৪ ঘণ্টার এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে ১১ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে এবং এই নিষেধাজ্ঞা ১২ ডিসেম্বর ৭ টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে বরাক উপত্যকায় তেমন প্রতিবাদ তথা হিংসাত্মক ঘটনা ছিল না বলে ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করা হয়নি।

কিন্তু পরবর্তীতে ১২ ডিসেম্বর বরাক উপত্যকার তিনটি জেলা- কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা প্রশাসনকে অবহিত করা হয় যে এই অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা ১২ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে ৪৮ ঘন্টার জন্য বন্ধ থাকা জরুরি। এরপর থেকে পুরো আসামে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়।

আজ সকাল থেকেই সবাই ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হওয়ার অপেক্ষায় ছিলেন।বিশেষভাবে বরাক উপত্যকায় কোন প্রতিবাদ না থাকা সত্ত্বেও ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা অনেকের কাছেই এক বড় ধরনের ধাক্কা বলে মনে হচ্ছে। এর ফলে সবাইকে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে এলাকাবাসীর অভিমত।

Comments are closed.

error: Content is protected !!