মোবাইল টাওয়ার : ধৃত প্রতারক প্রদীপ সমাদ্দার
মোবাইল টাওয়ারের নামে লালার এক ব্যাবসায়ীকে প্রায় লক্ষ টাকা প্রতারণা করে শেষ রক্ষা হল না চব্বিশ পরগনার প্রদীপ সমাদ্দারের।। ধৃত প্রদীপকে পশ্চিম বঙ্গের বিধান নগর আদালত থেকে রিমাণ্ডে এনে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে লালা পুলিশ।
ধৃত প্রতারক প্রদীপ সমাদ্দারের বাড়ি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার বাণীপুরে।লালা শ্রীনাথ রোডের হিমাদ্রী ভূষণ চক্রবর্তীর দায়ের করা মামলার (নম্বর – ২৩৯/২০১৯)ভিত্তিতে অভিযানে নেমে প্রদীপ সমাদ্দারকে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত থেকে রিমাণ্ডে আনে পুলিশ। লালা পুলিশের সূত্রে জানা গেছে, কলকাতায় রেইজ মাল্টি স্টেট ক্রেডিট কোপারেটিভ সোসাইটি নামের কোম্পানি বানিয়ে ইন্সিওরেন্স সেক্টর ও লোন দেওয়ার আড়ালে ফোন করে মোবাইল টাওয়ার দেওয়ার ফাঁদে ফেলে প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছিল একটি টিম। এই কোম্পানির চেয়ারম্যান হল প্রদীপ সমাদ্দার।
লালা থানার ওসি মণিরুল ইসলাম জানান যে প্রায় চার মাস আগে লালার হিমাদ্রী চক্রবর্তীর কাছে অজানা নম্বর থেকে ফোন করে জিও টাওয়ার দেওয়ার প্রস্তাব দিয়ে কয়েক কিস্তিতে নব্বই হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় একটি চক্র। এই ঘটনার পরিপেক্ষিতে লালা থানায় একটি মামলা করেন হিমাদ্রী চক্রবর্তী। এই মামলার সূত্র ধরে ব্যাঙ্ক ডিটেইলস এবং মোবাইল নম্বরের উপর ভিত্তি করে তদন্তে নামেন ওসি মণিরুল।তদন্তে দেখা যায়, এই প্রতারণার গোটা চক্র কলকাতায় বসে এই নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে।
এর পর পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালা পুলিশ।এদিকে পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালা পুলিশ জানতে পারে যে লালায় মোবাইল টাওয়ার দেওয়ার নামে প্রতারণা কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে কলকাতার কোম্পানি রেইজ মাল্টি স্টেট ক্রেডিট কোপারেটিভ সোসাইটি এবং এই কোম্পানির চেয়ারম্যান প্রদীপ সমাদ্দার অন্য প্রতারণার দায়ে গ্রেফতার হয়ে পশ্চিমবঙ্গের বিধাননগরের জেলে হাজতে রয়েছে।এই খবর পেয়ে ওসি মণিরুল লালা থেকে পুলিশের এক টিম পশ্চিমবঙ্গের বিধান নগর পাঠান।সেখানকার আদালত থেকে অভিযুক্ত প্রদীপকে পাঁচ দিনের রিমাণ্ডে গত ২৫ ডিসেম্বর লালায় নিয়ে আসা হয়।মণিরুল ইসলাম আরও জানান, লালা জিও টাওয়ার প্রতারণা কাণ্ডের সঙ্গে ধৃত প্রদীপের কোম্পানির যোগসূত্র পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে বলে জানান তিনি। এদিকে হাইলাকান্দি জেলা জুড়ে মোবাইল টাওয়ার দেওয়ার নামে প্রায়ই প্রতারণার ঘটনার খবর রয়েছে।এই ক্ষেত্রে পুলিশের তদন্তে আরও অনেক কিছু বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.