Also read in

"মোদি তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন, ২০২১ সালে কংগ্রেস আসামে সরকার গঠন করবে", সুস্মিতা দেব

 

জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান কৃষকের সমস্যা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ মূলক কার্যকলাপ, অর্থনীতিতে সংকট, ভারী শিল্প ও এনআরসি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার, অভিযোগ কংগ্রেসের। শিলচরে অনুষ্ঠিত কংগ্রেসের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব এই অভিযোগ তোলেন। আসাম ও কেন্দ্র উভয় ক্ষেত্রে বিজেপি সরকারের ‘দরিদ্র ও জনবিরোধী’ নীতির বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানান কাছাড় জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস যাকে “ভারত বাঁচাও আন্দোলন” বলে অভিহিত করছে সে আন্দোলনের অঙ্গ হিসেবে দলীয় নেতারা সমাবেশ করেন এবং তারপর শিলচরে কংগ্রেস নেতৃত্ব জনসভায় বক্তব্য রাখেন।

মহিলা কংগ্রেসের জাতীয় সভানেত্রী ও প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভোটারদের পরেরবার যথেষ্ট চিন্তাভাবনা করে ভোট দানের আহবান জানান। তিনি বলেন, ” নরেন্দ্র মোদি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি আরো বলেন,” মুদ্রাস্ফীতি আজ আকাশ ছুঁয়েছে। অন্যদিকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি কাগজ কলগুলোকে পুনরুদ্ধার করবে। অথচ বাস্তবে কাগজ কল দুটো অকেজো হয়ে বিক্রি হওয়ার পথে। তিনি এনআরসি নিয়েও যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতেও ব্যর্থ হয়েছেন। এমনকি তিনি হিন্দুদের নাগরিকত্ব প্রদানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাও পূরণ করতে পারেননি। এখন তারা বলছে যে পার্বত্য অঞ্চল সিএবি-র অংশ হবে না”।

বিজেপি সরকারের বিরুদ্ধে এক হাত নিয়ে দেব আরও বলেন, “বিজেপি একটা জিনিসই সফলভাবে করতে পেরেছে, তারা স্বাধীনভাবে সিন্ডিকেট পরিচালনা করতে পেরেছে।” তিনি নরেন্দ্র মোদির ২০১৪ সালের স্লোগান “বহুৎ হুয়া মহিলা পে অত্যাচার, আবকি বার মোদি সরকার” সম্পর্কে সমাবেশে উপস্থিত জনগণকে স্মরণ করিয়ে দেন এবং তারপর ভারতে মহিলাদের উপর অত্যাচারের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করেন।” আমরাও সবাই উত্তরপ্রদেশের সেই মামলার বিষয়ে জানি, যেখানে এক বিজেপি বিধায়ক জড়িত রয়েছেন এবং যেখানে ভুক্তভোগী পুলিশ স্টেশনে পর্যন্ত পৌঁছতে পারেনি। একদিকে প্রধানমন্ত্রী বলছেন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং অন্যদিকে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে এবং পরিস্থিতি অত্যন্ত খারাপ হচ্ছে, আর তা সরকারি তথ্য অনুসারে। মিথ্যার এই রাজনীতি বেশিদিন স্থায়ী হবে না”, তিনি উল্লেখ করেন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ আরও বলেন, “কংগ্রেস হিন্দু-মুসলিম, মনিপুরি ভেদে প্রত্যেকের দল। ‘নাগরিকত্ব সংশোধনী বিল’র নামে বিজেপি তুষ্টির রাজনীতি করছে।আমরা ২০১৯ সালে ধর্ম-বর্ণ সম্প্রদায় নির্বিশেষে যারা ভোট দিয়েছেন তাদের সবার নাগরিকত্ব চাই। ২০২১ সালে আমরা বিজেপিকে পরাস্ত করে আসামে সরকার গঠন করবো।”

Comments are closed.