Also read in

খুলছে বরাকের আন্তর্জাতিক রেল যোগাযোগ : মোদি হাসিনা উদ্বোধন করলেন কুলাউড়া শাহবাজপুর রেল প্রকল্প

খুলছে বরাকের আন্তর্জাতিক রেল যোগাযোগ : মোদি হাসিনা উদ্বোধন করলেন কুলাউড়া শাহবাজপুর রেল প্রকল্প

আন্তর্জাতিক রেল যোগাযোগের স্থান করে নিচ্ছে বরাক উপত্যকা। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক এর অংশ হিসাবে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে আজ বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাহবাজপুর- কুলাউড়া রেলওয়ে প্রকল্পের কাজের উদ্বোধন করলেন । একই সাথে আগরতলা-আখাউড়া রেললাইন নির্মাণ এবং ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী মোদি বলেন যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। দুই দেশের মধ্যে রেলওয়ে যোগাযোগও বৃদ্ধি হচ্ছে।

শাহবাজপুর স্টেশনটি বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় অবস্থিত। ১৮৯৬ সালে ব্রিটিশদের দ্বারা চালু হওয়া এই শাহবাজপুর-কুলাউড়া সেকশনে রেল চলাচল সংস্কারের অভাবে ঘন ঘন দুর্ঘটনার জন্য ৭ জুলাই, ২০০২ তারিখ থেকে বন্ধ হয়ে যায়। এটা ছিল মিটারগেজ লাইন। ঐতিহাসিক রেলওয়ে লাইনটি প্রস্তাবিত নতুন প্রকল্পে ডুয়েল লাইন হিসেবে গড়ে তোলা হবে অর্থাৎ মিটারগেজ এবং ব্রডগেজ দুই ধরনের ট্রেন চলাচল করতে পারবে। ৫৩ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প শেষ হতে সময় নির্ধারিত হয়েছে দুই বৎসর। প্রকল্পের ব্যয়ভার নির্ধারিত হয়েছে ৬৭৮.৫ কোটি টাকা। কালিন্দী রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি নামের এক ভারতীয় প্রতিষ্ঠানকে এই এই প্রকল্পের বরাত দেওয়া হয়েছে।

Comments are closed.