Also read in

মাসিক বিদ্যুৎ বিল আসছে লক্ষ লক্ষ টাকা, দিশেহারা গ্রাহক, অভিযোগ দায়ের

উধারবন্দে ‘আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি’র গ্রাহকরা বিদ্যুতের বিল অস্বাভাবিক মাত্রায় পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। সমস্ত বকেয়া পরিশোধের পরও মোটা অঙ্কের বিদ্যুৎ বিল গ্রহণের কারণ তারা বুঝতে পারছেন না।

উধারবন্দ আরকাটিপুর এলাকার বাসিন্দা বাহার উদ্দিন লস্কর অভিযোগ করেছেন যে ৩৪ দিনে তার বিল এসেছে এক লক্ষ ২ হাজার ৬৪ টাকা। অথচ কয়েকটি বাল্ব এবং পাখা ছাড়া তার বাড়িতে আর কিছুই ব্যবহার করা হচ্ছে না। বাহারউদ্দিন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,” আমি এখানে কোনও কারখানা চালাচ্ছি না। আমার বাড়িতে কেবল কিছু বাল্ব এবং ফ্যান রয়েছে।” স্বাভাবিকভাবেই বাহার উদ্দিনের প্রশ্ন “তাহলে এত বিল আসছে কেন?”

একই ধরনের অভিযোগ এনেছেন অন্য এক গ্রাহক তাপাজুল হোসেন। তার অভিযোগ অনুযায়ী, এক মাসে ২ লক্ষ ৪৮ হাজার ৭ শ’ ৭৭ টাকা তার বিল এসেছে। অভিযোগকারী গ্রাহকদের ক্ষোভের মাত্রা আরও বেড়ে যায় যখন তারা এ ধরনের বিল আসার কারণ জানতে এপিডিসিএল কাউন্টারে যান। কিন্তু আধিকারিকদের কাছ থেকে এ বিষয়ে তারা কোনও উপযুক্ত ব্যাখ্যা পাননি। বরং একজন গ্রাহকের অভিযোগ অনুযায়ী, কর্মকর্তারা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এদিকে সংবাদ মাধ্যমের কর্মীরা এই ঘটনার বিষয়ে আধিকারিক ভাস্কর নন্দীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে সাংবাদিকদের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেন। এমনকি তিনি ক্যামেরাম্যানকে তার ক্যামেরা বন্ধ করতে বলেন। কারণ তার মতে, সাংবাদিকরা সরকারি কার্যালয়ে প্রবেশ করতে পারেন না।

এরপরও সাংবাদিকরা তাদের কাজ চালিয়ে গেলে তিনি চেয়ার থেকে উঠে অফিস ছেড়ে বেরিয়ে যান।পরে বাধ্য হয়ে আবার সাংবাদিকদের মুখোমুখি হলেও বিলের অসঙ্গতি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

Comments are closed.