Also read in

আইন হাতে তুলে নিল জনতা : প্যান্ট খুলে কলেজ ছাত্রকে মারধর

হাইলাকান্দি এস এস কলেজের এক ছাত্রকে জোরজবরদস্তি করে প্যান্ট খুলে চপ্পল পেটা করল একদল যুবক। তারপর ভিডিও করে ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায় যা ইতিমধ্যে ভাইরাল হয় পড়েছে।

ঘটনাটি গতকাল হাইলাকান্দি সদর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রবীন্দ্র ভবনের সামনে ঘটে। ভিডিওতে দেখা যাচ্ছে একদল যুবক একটি ছেলেকে জোর করে প্যান্ট খুলে চপ্পল দিয়ে বেধড়কভাবে মারপিট করছে। তবে কি কারণে হঠাৎ এমন ঘটনা ঘটলো তার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ছেলেটি তার প্রেমিকাকে নিয়ে রবীন্দ্র ভবনের পার্কে ঢুকেছিল, এই ঘটনা প্রত্যক্ষ করে একদল যুবক এই বেআইনি কাণ্ড ঘটায়।

হাইলাকান্দির পুলিশ অধীক্ষক পবীন্দ্র কুমার নাথ বরাক বুলেটিনের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে জানান, ” গতকাল প্রায় পৌনে বারোটায় আমাদেরকে টেলিফোনে এক অজ্ঞাত ব্যক্তি জানায় যে পার্কে এক যুবক- যুবতী অবস্থায় ধৃত হয়েছে । সাথে সাথেই আমরা পুলিশ ফোর্স নিয়ে সেখানে পৌঁছাই, তবে অশালীন কিছু পাওয়া যায়নি। আমরা উভয়ের অভিভাবককে ডেকে এনে তাদেরকে সমঝে দেই। আজ সকালে আমরা ভিডিওটি দেখতে পেয়ে সুয়োমোটো কেইস করা হয়েছে, কোন প্রাথমিক এজাহার কেউ দেয়নি। অপরাধীকে কঠোরতম শাস্তি দেওয়া হবে সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি।”

এদিকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জেলা সম্পাদক জহির উদ্দিন লস্কর এই ঘটনায় ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন হাইলাকান্দি পুলিশকে। নির্দিষ্ট সময়ের ভেতরে দোষীদের গ্রেফতার করা না হলে হাজার হাজার লোক নিয়ে হাইলাকান্দি এসপি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হাইলাকান্দি শহরে প্রকাশ্য দিবালোকে এই ধরনের অপ্রীতিকর ঘটনায় শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

Comments are closed.