অন্নপূর্ণা ঘাটে ২ বছরের শিশুকে নিয়ে বরাক নদীতে ঝাঁপ দিলেন মা ; অন্ধকারে খুঁজতে পারল না এসডিআরএফ
এক মর্মান্তিক ঘটনা ঘটল বুধবার রাতে; এক মহিলা তার সন্তানকে নিয়ে বরাক নদীতে ঝাঁপ দিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঐ হতভাগ্য মহিলার নাম সোমা রানী নমশূদ্র, তিনি সুজিত নমশূদ্রের স্ত্রী।
অন্নপূর্ণা ঘাট এলাকার স্থানীয়রা জানান, রাত ৯টা নাগাদ একজন মহিলাকে শিশু কোলে নিয়ে ঘাটের দিকে হাঁটতে দেখেন তারা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তিনি সিঁড়ি বেয়ে নেমে নদীতে ঝাঁপ দেন।
সোমা রানী নমশূদ্র শিলচর শহরের ইটখলা এলাকার বাসিন্দা। সাথে সাথেই তারাপুর পুলিশ টাউন ফাঁড়িকে ঘটনার বিষয়ে অবহিত করা হয় এবং এসডিআরএফ তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। কিছুক্ষণ পরে, অন্ধকারের কারণে, তাদের মিশনটি বাতিল করতে হয়েছিল।
তারাপুর টাউন ফাঁড়ির ইনচার্জ বরাক বুলেটিনকে জানান যে, তিনি বিষয়টি দেখছেন। “আগামীকাল থেকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান আবার শুরু হবে। যদিও আমরা এখনও কোনো নিখোঁজ সংক্রান্ত তথ্য পাইনি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি,” বলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ সূত্র জানিয়েছে যে, তারা এই ঘটনাকে পারিবারিক বিরোধের ফলশ্রুতি বলে সন্দেহ করছেন তবে ইনচার্জ এই পর্যায়ে অনুমান করে কিছু বলতে অস্বীকার করেন কারণ বিষয়টি এখনও তদন্তাধীন।
Comments are closed.