Also read in

পাহাড় লাইনে ধ্বস, বাতিল ট্রেন পরিষেবা : টানা বর্ষণে পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এমনিতেই বরাক উপত্যকাতে বন্যার পদধ্বনিতে আতঙ্কিত জনগন, তার উপর প্রচণ্ড বৃষ্টিতে পাহাড় লাইনে বেশ কয়েকটি জায়গায় ধ্বস পড়ে শিলচর-লামডিং এবং আগরতলা-লামডিং রুটে রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। চলন্ত ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে আটকে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ট্রেনগুলো বাতিল করার কথা ভাবছেন রেল কর্তৃপক্ষ।

টানা বৃষ্টিতে উত্তর কাছাড়ে ফাইডিং, মাহুর, জাটিঙ্গা এলাকায় পাহাড় থেকে ধ্বস রেল লাইনে এসে পড়েছে। শিলচর-লামডিং রুটে ৯ নম্বর টানেল সংলগ্ন রেল লাইনে বিরাট আকারের ধ্বস নেমেছে। এনএফ রেলের তরফে দেওয়া খবর অনুযায়ী, গুয়াহাটি-শিলচর (৫৫৬১৬) ট্রেনটি আপাতত লামডিং স্টেশনে রাখা হয়েছে। আগরতলা-শিয়ালদহ (২৫৬৫৭) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি বদরপুরে স্থগিত রাখা হয়েছে। শিলচর-গুয়াহাটি ফাস্ট পেসেঞ্জার ট্রেনটি বাতিল করা হয়েছে। বিকাল পর্যন্ত এই রুটের অন্যান্য ট্রেনগুলো বাতিল করার সম্ভাবনা রয়েছে।

বেশ কয়েক জায়গায় ধ্বস পড়ার ফলে রেল লাইনগুলো পরিষ্কার করতে দেরী হতে পারে। তবে বৃষ্টি না থামলে আরও ধ্বস নামার সম্ভাবনা রয়েছে, তাই রেল পরিষেবা কখন পুনর্বহাল হবে তা অনিশ্চিত।

Comments are closed.