Also read in

চাঞ্চল্যকর ঘটনা : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার দুই ভুয়ো ডাক্তার

আজ সকালে শিলচর মেডিক্যাল কলেজের শল্য চিকিৎসা বিভাগ থেকে দুই জন ভুয়ো চিকিৎসককে আজ গ্রেফতার করা হয়েছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে যে আজ সকাল প্রায় ১০-৩০ মিনিটে হাসপাতালের শল্য চিকিৎসা (সার্জারি) বিভাগে স্টেথোস্কোপ ইত্যাদি নিয়ে চিকিৎসক হিসেবে রোগীদের সাথে কথা বলতে দেখা যায় এই দুজনকে। তাদের কথাবার্তা এবং ভাবভঙ্গি দেখে ওইখানে প্রহরারত সিকিউরিটি গার্ডের সন্দেহ হয়। ওই দুই ব্যক্তি সম্ভবত অপারেশন থিয়েটারে প্রবেশ করার চেষ্টা করছিল। প্রহরী তখন অন্য একজন ডাক্তার শ্রী ডেকাকে ডেকে জিজ্ঞেস করে বুঝতে পারে যে এরা আসল ডাক্তার নয়। তখনই তাদের দু’জনকে হাতেনাতে ধরে অধ্যক্ষের কাছে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ওই দুই ব্যক্তিকে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে সমঝে দেওয়া হয়। তাদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম ছাড়াও কিছু নথিপত্র পাওয়া গেছে যা জব্দ করা হয়েছে।

ওই দুই অভিযুক্ত ব্যক্তি হলো পয়লাপুল এর লালং অঞ্চলের কাসিম আলী চৌধুরীর পুত্র তৈবুর রহমান চৌধুরী এবং বড়খলার আহমেদ আলির পুত্র রফিক আলি।

মেডিক্যাল কলেজের সুপার এ আর বৈশ্য আমাদের প্রতিনিধিকে জানান, “ওদের উদ্দেশ্য সঠিক কি ছিল তা এখনো স্পষ্ট হয়নি, তবে মনে হচ্ছে ওদের কোনো রোগী অপারেশন থিয়েটারে ছিল এবং ঐ রোগীর কাছে ওরা যেতে চাইছিল যে কোনও উপায়ে; এর জন্যই তারা এই ছলাকলার আশ্রয় নিয়েছিল। তবে পুলিশি তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট সক্রিয় ছিল তাই ওরা অপারেশন থিয়েটারে প্রবেশ করতে সক্ষম হয়নি।”

এই ঘটনায় মেডিক্যাল কলেজ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বরাকের এই দুই “মুন্নাভাই”কে দেখার জন্য ভিড় জমে যায়।

Comments are closed.