গরু হত্যা ঘিরে এনআইটি' পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনা, দোষীদের খুঁজতে স্নিফার ডগ
শিলচর এনআইটি’র পার্শ্ববর্তী ফকির টিলা এলাকার পাশে অবস্থিত যোগীপাড়ায় মৃত অবস্থায় মাঠে পড়ে থাকা একটি গরুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
এলাকার জনগণ মনে করছেন, গরুটিকে হত্যা করা হয়েছে। কারণ পশুটির লেজে, শরীরে বেশ কয়েকটা কাটা চিহ্ন রয়েছে এবং ডান পা টাও কাটা রয়েছে। এ ধরনের অমানবিক কাজে স্থানীয়রা উদ্বিগ্ন বলে জানা যায়। এলাকার জনগণ সকাল থেকেই ওই স্থানে জড়ো হতে থাকেন। এই অবস্থায় এমন একটি সংবেদনশীল সমস্যায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ভেবে পুলিশ প্রশাসন কোনো ঝুঁকি নেয়নি। শিলচর সদর থানা থেকে ওসি সহ পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে।
স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জানা গেল, দুদিন আগে যোগীপাড়ার এক বাসিন্দার বাড়ি থেকে একটি গরু হারিয়ে যায় এবং দুদিন পরে আজ ওই গরুটিকে মৃত অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখা যায়। জানা গেল, কিছুদিন আগে ফকির টিলায় একটি গরু চুরি করে জোর করে মারুতি ৮০০ এ ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। ওই সময় স্থানীয়রা এ ব্যাপারে থানায় এজাহার দাখিল করেন। এখন তিন মাসের মধ্যে আবার এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সেই সঙ্গে হিন্দু অধ্যুষিত এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিরক্ত বোধ করছেন, উল্লেখ করলেন যোগীপাড়ার এক স্থানীয় ব্যক্তি।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তদন্তের জন্য স্নিফার কুকুর দাবি করেন। এলাকার বাসিন্দাদের দাবি মেনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য স্নিফার ডগ নিযুক্ত নিয়ে আসা হয়। ঘটনাটি বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছে। যদিও এখন পর্যন্ত কোনো গ্রেফতারের খবর নেই।
Comments are closed.