বড়ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন,চারদিন পর মাটিচাপা লাশ উদ্ধার
বড়ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, চারদিন পর বাড়ির শৌচাগারের গর্ত থেকে মাটিচাপা লাশ উদ্ধারের ঘটনায় হাইলাকান্দির কালাছড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।খুন হওয়া যুবকের নাম লক্ষীনারায়ণ রবিদাস(২৮)।বাড়ি নরসিংপুর কালাছড়া বাগিচায়।ঘাতক বড় ভাইয়ের নাম হিমাচল রবিদাস(৪০)।খুনের এই ঘটনা সোমবার রাতের।তবে ঘটনা প্রকাশ্যে আসে শুক্রবার।
জানা যায়,কালাছড়া পুলিশ অভিযানে নামার পর বাড়ির পেছনে থাকা পায়খানার গর্ত থেকে উদ্ধার হয় মৃত লক্ষীনারায়ণের পচা গলা মৃতদেহ।এর আগেই ঘাতক হিমাচল রবিদাসকে গ্রেফতার করতে সক্ষম হয় কালাছড়া পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, লালা সার্কলের কালাছড়া বাগানে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করত আপন দুই ভাই লক্ষীনারায়ণ রবিদাস ও হিমাচল রবিদাস।বয়সে হিমাচল ছিল বড়।হিমাচল বিবাহিত এবং তার ছেলে মেয়ে রয়েছে।অপরদিকে লক্ষীনারায়ণ অবিবাহিত ছিল।তবে একই উঠানে দুটি আলাদা আলাদা ঘরে তারা থাকত।গত কদিন আগে হিমাচলের পত্নী ও ছেলে মেয়ে মামার বাড়ি চলে যায়।দুই ভাই বাড়িতে একা ছিল।
গত সোমবার রাতে মাতাল অবস্থায় দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কোন এক বিষয়কে কেন্দ্র করে ঝগড়ার সূত্রপাত। দুই ভাইয়ের এই ঝগড়ার আওয়াজ আশপাশের লোকেরা শুনতে পান।এই ঝগড়া চলাকালীন এক সময় উত্তেজনার বশে ঘরে থাকা দাঁ নিয়ে ছোট ভাই লক্ষীনারায়ণের গলায় কোপ বসায় হিমাচল।যার ফলে মৃত্যু ঘটে তার।এর পর ঘরের পেছনে থাকা পায়খানার গর্তে নিয়ে লক্ষীনারায়ণের মৃতদেহ গেড়ে ফেলে ঘাতক হিমাচল।
গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় সে।ঘর খালি থাকায় খুনের ঘটনা সম্পর্কে কেউ কিছু টের পায় নি।হিমাচল তার দৈনিক কাজকর্ম চালিয়ে যেতে থাকে।কিন্ত দুই-তিন দিন অতিক্রান্ত হওয়ার পর বাগানের স্থানীয় লোকেরা এটা উপলব্ধি করতে পারেন যে লক্ষীনারায়ণকে দেখা যাচ্ছে না।এর মধ্যে পায়খানার গর্তে পুতে রাখা মৃতদেহ থেকে গন্ধ ছড়াতে শুরু করে এলাকায়।এর পর শুক্রবার সন্ধেহ জাগে স্থানীয় লোকেদের মনে।তারা খবরটি জানান কালাছড়া পুলিশ ফাঁড়িতে।খবর পেয়ে কালাছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিজয় গোস্বামী তদন্তে নামেন।এর পরই ঘাতক বড় ভাই হিমাচল রবিদাসকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।পুলিশি জেরার মুখে পড়ে খুনের ঘটনা স্বীকার করে নেয় হিমাচল।এর পর তদন্তে নেমে বাড়ির পেছনে থাকা পায়খানার গর্ত থেকে লক্ষীনারায়ণের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
Comments are closed.