Also read in

উধারবন্দে এবার মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ

 

এবারের দুর্গাপূজায়ও বিগ বাজেটের পুজোর আয়োজন হচ্ছে উধারবন্দে।দুটো সার্বজনীন পুজো কমিটি এবার বিগ বাজেটের দুর্গাপূজার আয়োজন করছে। এরমধ্যে উধারবন্দ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের আকর্ষণ মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ। কাপড়, প্লাইউড দিয়ে এই মণ্ডপ তৈরি করা হবে বলে জানা যায়। মন্ডপের উচ্চতা হবে ৭৫ ফুট। কলকাতার শিল্পী চন্দন মাঝি ও নারায়ন ঘোষ এই মণ্ডপ তৈরি করবেন বলে জানা যায়।

এবারের প্রতিমা তৈরি করবেন কলকাতার শিল্পী উত্তম জানা। প্রতিমা হবে ২০ ফুট উচ্চতার। উল্লেখ্য, দুর্গা প্রতিমা তৈরি করতে কোন ধরনের রং ব্যবহার করা হবে না এবং প্রতিমাটি তৈরি করা হবে নারকেলের বিভিন্ন সামগ্রী দিয়ে।বিশেষভাবে নারকেলের পাতা, ছোলা,ঠোল ইত্যাদি সামগ্রী দিয়ে এবারের প্রতিমা তৈরি করা হবে।

উদারবন্দ হাসপাতাল রোডের অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রবিবার এ কথাগুলো জানান কমিটির কর্মকর্তারা। তাদের কাছ থেকে জানা গেল, প্লাস্টিক, থারমোকল জাতীয় সামগ্রী বর্জন করা হবে এবার। মণ্ডপের ভেতরে প্লাস্টার অফ প্যারিস দিয়ে দক্ষিণ ভারতীয় মন্দিরের ভেতরের কারুকার্য সমেত দেবদেবীর মূর্তি তুলে ধরা হবে। তাছাড়া কমিটির বক্তব্য অনুযায়ী, বিশেষ আলোকসজ্জার চমকও থাকবে সবাইকে মুগ্ধ করার মতো।

নিরাপত্তা-ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে মণ্ডপের ভেতর ও বাইরে থাকবে স্বেচ্ছাসেবক সহ সিসি ক্যামেরার ব্যবস্থা। বিকলাঙ্গ বয়স্কদের জন্য আলাদা বিশেষ প্রবেশপথের ব্যবস্থাও রাখা হচ্ছে। প্রতিমা দর্শন করতে তাদের কোন ধরনের প্রবেশ মূল্য দিতে হবে না।

উল্লেখ্য, গত বৎসর পোদ্দার টয়োটা থেকে উধারবন্ধের সেরা মন্ডপ ও সেরা প্রতিমার পুরস্কার ছাড়াও ইচ্ছেডানার তরফ থেকেও সেরা অভিনব প্রতিমার জেলাস্তরে পুরস্কার পেয়েছে এই কমিটি।

কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করে ভিআইপি সড়কে ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রাখা সহ এই ভিআইপি সড়ক সংস্কারের দাবি জানানো হয়।তাছাড়াও উধারবন্দে চুরি ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মানুষের আতঙ্কের কথা ভেবে পুলিশ প্রশাসন ও গ্রাম রক্ষীবাহিনীর সতর্ক থাকার আহ্বান জানান এই পূজা কমিটির কর্মকর্তারা।

এদিনের সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তাদের মধ্যে রঞ্জিত কুমার বণিক, রাজেশ রায়, চন্দন রায়, দীপঙ্কর রায়, দিলীপ কুমার দেব, সজল চক্রবর্তী, শান্তনু সেন, অনন্যা ভট্টাচার্য্য, শতরূপা দেব, নন্দিতা চৌধুরি, দুলাল দেব,নবেন্দু চৌধুরী, অঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, এই দুর্গাপূজা কমিটি ছাড়াও উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দূর্গা পূজা কমিটি এবারও বিগ বাজেটের দুর্গাপূজার আয়োজন করেছে।

Comments are closed.

error: Content is protected !!