Also read in

৮ ডিসেম্বর থেকে নারায়ন পাল স্মৃতি প্রাইজমানি সুপার ডিভিশন ক্রিকেট, খেলবে জেলার সেরা ৬টি ক্লাব

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নারায়ন পাল স্মৃতি প্রাইজমানি সুপার ডিভিশন লিগ কাম নকআউট টুর্নামেন্ট। এতে অংশ নেবে জেলার সেরা ৬ টি ক্লাব। শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানিয়ে দিলেন শিলচর ডি এস এ র শীর্ষ কর্মকর্তারা। গত বছরের ন্যায় এবারও জেলার শীর্ষস্তরের এই টুর্নামেন্ট স্পনসর করছেন বিশিষ্ট ব্যবসায়ী অংকুর পাল। নিজের প্রয়াতঃ পিতা নারায়ণ পালের স্মৃতিতেই এই টুর্নামেন্ট স্পনসর করবেন তিনি।

এবার সুপার ডিভিশনে খেলবে ৬ টি দল। এগুলি হচ্ছে, ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, ইটখোলা এসি, ইউনাইটেড ক্লাব, ক্লাব ওয়েসিস এবং যোগাযোগ সংঘ। গতবছর প্রথম ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার ছয় দলীয় সুপার লিগে খেলবে যোগাযোগ। সুপার ডিভিশনে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ৩০ হাজার টাকা। রানারআপ দল পাবে ট্রফিসহ কুড়ি হাজার টাকা। এছাড়াও থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

খেলা হবে সাদা বলে রঙ্গিন পোশাকে। জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং বলেন, ‘এ নিয়ে দ্বিতীয়বার সুপার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন করতে যাচ্ছি আমরা। করোনাকালে টুর্নামেন্টের স্পন্সর নিয়ে আমরা বেশ চিন্তিত ছিলাম। কিন্তু এবারও টুর্নামেন্ট স্পন্সর করার জন্য এগিয়ে এসেছেন অংকুর পাল। এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’ সচিব জানান করোনাকালে যেখানে সংস্থার অনেক স্পনসর সরে দাঁড়িয়েছেন সেখানে এগিয়ে এসেছেন অংকুর। এমনকি সুপার ডিভিশনের প্রাইজমানিতেও তিনি কোন কাটছাঁট করেননি। গতবছরের প্রাইজমানিই এবারও দেওয়া হবে।

সচিব আরো জানান, গতবছর প্রতিটি ম্যাচে জয়ী দল কে ১৫০০ ও পরাজিত দলকে ১০০০ টাকা করে দেওয়া হতো। তবে এবার এমনটা দেওয়া হবে না। এর বদলে প্রতিটি ম্যাচে ম্যাচ বল দিবে সংস্থা। গতবছর জার্সির জন্য প্রতিটি ক্লাবকে ৬০০০ টাকা করে দেওয়া হয়েছিল। এর মধ্যে পাঁচটি দলই এবারও সুপার ডিভিশনে খেলবে। তাই নতুন করে তাদের কোন জার্সি দেওয়া হবে না। শুধু সুপার লিগের নতুন দল যোগাযোগ সংঘ কে জার্সি দেওয়া হবে।

গত বছরের ন্যায় এবারও টুর্নামেন্টের বাজেট দেড় লক্ষ টাকা। এর পুরোটাই দেবেন স্পন্সর অঙ্কুর পাল। তবে বাজেট থেকে খরচ বেশি হলে সেটা বহন করবে ডি এস এ। বিজেন্দ্র জানান, গতবছর টুর্নামেন্টের ফাইনাল হয়েছিল ফ্লাডলাইটে। এবারও ফ্লাডলাইটে ফাইনাল আয়োজন করার চেষ্টা করা হবে। তবে বেশ কিছুদিন থেকেই ফ্লাড লাইট ব্যবহার করা হয়নি। ফলে এই নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে ক্লাবগুলির সঙ্গে আলোচনা করা হয়েছে। তাই পরিস্থিতি বিচার করেই ফাইনাল নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ৮ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইটখোলা এসি খেলবে যোগাযোগ সংঘের বিরুদ্ধে। পরেরদিন ইউনাইটেড ক্লাব মুখোমুখি হবে টাউন ক্লাবের। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা হবে ২৪ ও ২৫ ডিসেম্বর। ফাইনাল ২৭ ডিসেম্বর। এবার তৃতীয় পজিশন এর জন্য কোন প্লে-অফ ম্যাচ থাকছে না।

Comments are closed.

error: Content is protected !!