অল্পের জন্য রক্ষা : ফাইডিংয়ের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত, সুরক্ষিত যাত্রীরা
ট্রেন নম্বর ১৩১৭৩ শিয়ালদহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং-বদরপুর রুটে ফাইডিং ও দাওতুহাজা রেলওয়ে স্টেশনের মধ্যে আটকা পড়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের একজন উচ্চপদস্থ আধিকারিকের বয়ান অনুযায়ী, ইঞ্জিনের পেছনের এক চাকা ট্র্যাকের বাইরে চলে যায়। তিনি আরো জানান, এটি বড় ধরণের লাইনচ্যুতির ঘটনা নয় এবং রেল আধিকারিকরা ২-৩ ঘণ্টার মধ্যে রেলপথ সচল হওয়ার আশা করছেন।
“যেহেতু মাত্র একটি চাকা লাইনের বাইরে গেছে তাই বেশি বিলম্ব হওয়ার কথা নয়। দল ইতিমধ্যে সেই স্থানে পৌঁছে গেছে এবং ট্র্যাক সংস্কারের জন্য দ্রুতগতিতে কাজ চলছে”। তিনি নিশ্চিত হয়ে জানান, কোনো যাত্রী আঘাত পায়নি এবং কোনো ক্ষয়ক্ষতিরও তথ্য নেই।
একটা চাকা লাইনচ্যুত হওয়ায় যাত্রী ও তাঁদের পরিবারবর্গ কিছুটা আশ্বস্ত হলেও সাধারণত উত্তর পূর্বের বাসিন্দাদের কাছে লাইনচ্যুতির ঘটনা একটি বড় উদ্বেগের কারণ। গত সোমবার একই রুটে সার বহনকারী মালবাহী ট্রেনের ১৮ টি কোচ লাইনচ্যুত হওয়ার ফলে রেল পরিষেবা তিনদিনের জন্য গুরুতরভাবে বাধাপ্রাপ্ত হয়। কর্মকর্তা আমাদের আরো বলেন, “হ্যাঁ, আজও একই রুটে ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং আমাদের ইঞ্জিনিয়াররা এর কারণগুলি অনুসন্ধান করছেন। এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি এবং এই পর্যায়ে কিছু অনুমান করাটা উচিত হবেনা”
Comments are closed.