Also read in

বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় প্রাক্তন ছাত্র আমিনুল হককে সংবর্ধনা দেবে নরসিং স্কুলের প্রাক্তনীরা

নরসিং স্কুল প্রাঙ্গনে আমিনুল হক লস্করকে সংবর্ধনা দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেছে নরসিং স্কুল প্রাক্তনী সংস্থা। আমিনুল হক লস্কর সম্প্রতি আসাম বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।

নরসিং স্কুল প্রাক্তনী সংস্থা এবং স্কুলের শিক্ষক, কর্মচারী ও ছাত্র ছাত্রীরা শনিবার বেলা ১১ টার সময় স্কুল প্রাঙ্গনে সংবর্ধনা সভার আয়োজন করেছেন। আমিনুল হক লস্কর আসাম বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ার জন্য নরসিং স্কুল প্রাক্তনী সংস্থা গর্বিত বলে জানালেন সংস্থার সম্পাদক দুলাল মিত্র। এখানে উল্লেখ করা যেতে পারে, আমিনুল হক লস্কর নরসিং স্কুলের একজন প্রাক্তনী।

সংস্থার পক্ষ থেকে সম্পাদক দুলাল মিত্র অনুষ্ঠানে সব প্রাক্তনীদের অংশগ্রহণ করার জন্য সবার কাছে অনুরোধ রেখেছেন।

Comments are closed.

error: Content is protected !!