Also read in

শিলচর কেন্দ্রে এন পি পি প্রার্থী নাজিয়া ইয়াসমিন মজুমদার

আসামের পাঁচটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল এন পি পি। এতে শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাজিয়া ইয়াসমিন মজুমদারের নাম ঘোষণা করা হয়েছে।

এমনিতে রাজনৈতিক দল হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির গনভিত্তি আসামে খুবই কম। তবে, শিলচর কেন্দ্রে সংখ্যালঘু প্রার্থী ঘোষণা করায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা জেগে উঠলো। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী শিলচর কেন্দ্রে এবারের নির্বাচনে এআইইউডি’য়ের কোন প্রার্থী দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই একজন শক্তিশালী সংখ্যালঘু প্রার্থী হলে সুস্মিতা দেবের ভোটেই ভাগ বসাবেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। এর ফলে আখেরে বিজেপি প্রার্থীই লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।

মেঘালয়ের শক্তিশালী দল ন্যাশনাল পিপলস পার্টি এবার আসামে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী আসামের পাঁচটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হল আজ। শিলচর কেন্দ্র ছাড়াও আসামের আরো চারটি কেন্দ্রের প্রার্থী প্রার্থীরা হলেন – তেজপুর: রাম বাহাদুর সোনার, কলিয়াবর: আব্দুল আজিজ, যোরহাট: মকলা রাজকোয়ার, এবং ডিব্রুগড়: ভবন বরুয়া।

Comments are closed.