আমিই বিকল্প, মনোনয়ন জমা দিয়ে বললেন নাজিয়া ইয়াসমিন
সবাই ধরে নিয়েছেন শিলচর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সুস্মিতা দেব এবং বিজেপির রাজদীপ রায়ের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যেহেতু সিপিআইএম এবং এআইইউডিএফ ইতিমধ্যেই ঘোষণা করেছে তারা শিলচর থেকে কোন প্রতিদ্বন্দ্বী দাঁড় করাচ্ছে না।
এমতাবস্থায়, অবাক করার মতো ঘটনা হলো, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল ন্যাশনাল পিপলস পার্টি নাজিয়া ইয়াসমিন মজুমদারকে শিলচর কেন্দ্রে মাঠে নামালো। আজি নাজিয়া তার মনোনয়নপত্র কাছাড়ের জেলা উপায়ুক্ত মাদ্দুরীর হাতে তুলে দেওয়ার পর বললেন কাছাড়ের জনগণ কংগ্রেস এবং বিজেপিকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে এবং একটা বিকল্প খুঁজছে যে কাছাড় তথা বরাক উপত্যকার উন্নতি ঘটাতে পারবে।
নাজিয়া টাটা কনসালটেন্সি সার্ভিসেসে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন কিন্তু সক্রিয় রাজনীতিতে যোগদান করার জন্য সব কিছু ছেড়েছুড়ে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি মনে করেন কেউ যদি সমাজের পরিবর্তন আনতে চায় তবে তাকে অবশ্যই সক্রিয় রাজনীতিতে যোগদান করতে হবে।
তিনি কি কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাংকে বিভাজন এনে সুস্মিতার ক্ষতিসাধন করতেই দাঁড়িয়েছেন, এই প্রশ্নের উত্তরে নাজিয়া বললেন, “এটা আমার উদ্দেশ্য নয়। আমার অ্যাজেন্ডা হচ্ছে কাছাড় তথা বরাক উপত্যকার উন্নয়ন । মইনুল হক চৌধুরীর মত আমিও সমাজের উন্নতি সাধনে আমার অবদান রাখতে চাই। আপনি যদি একটা সেতু তৈরি করেন, সেটা সকলের জন্যই কোন বিশেষ সম্প্রদায়ের জন্য নয়”।
কংগ্রেস প্রার্থী বর্তমান সাংসদ সুস্মিতা দেব এবং তার দলকে একহাত নিয়ে নাজিয়া বলেন,” সুস্মিতা সবসময়ই সংখ্যালঘু ভোটকে নির্বাচন জেতার হাতিয়ার করে এসেছেন। তিনি শুধু সংখ্যালঘু ভোট নিয়ে এত চিন্তিত কেন! তিনি একজন সাংসদ এবং উনার পিতা একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। এতোটুক লিগ্যাসি নিয়ে যদি তিনি জনগণের জন্য কাজ করে থাকেন, তাহলে তার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমাকে নিয়ে বা সংখ্যালঘু ভোট নিয়ে তিনি অসুরক্ষিত বোধ করবেন কেন?” প্রশ্ন করেন ইয়াসমিন।
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, “কোথায় মোদির সেই প্রতিশ্রুত আচ্ছে দিন ? বিজেপি সবসময়ই উন্নয়নের কথা বলে কিন্তু মূলত তা শুধু কাগজে-কলমে । বাস্তব ঘটনা হচ্ছে গত পাঁচ বছরে শিলচরের তেমন কোনো উন্নতি ঘটেনি”
ভোটারদের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, তাকে একটা সুযোগ দিলে তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার মডেলে শিলচরে ও চাকুরীর সুযোগ সৃষ্টির চেষ্টা করবেন। শিলচরে অনেক সুযোগ-সুবিধার জায়গা রয়েছে, সঠিক ভিশন চাই, বলেন নাজিয়া।
Comments are closed.