ডিটেনশন ক্যাম্প থেকে অমুসলিমদের মুক্তি প্রদানের দাবি জানিয়ে স্মারকপত্র নেলেকের
ছ’টি দাবির সমর্থনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল নেলেক। এই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, অবিলম্বে ২০১৫ সালের জোড়া নোটিফিকেশনকে ভিত্তি করে রাজ্যের প্রত্যেকটি ডিটেনশন ক্যাম্প থেকে অমুসলমান বন্দীদের মুক্তি দেওয়া হোক। নর্থইস্ট লিঙ্গুইস্টিক এন্ড অ্যাথনিক কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে উল্লেখিত অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, এনআরসি প্রক্রিয়ায় ইচ্ছাকৃত ভুল ত্রুটির মাধ্যমে যে হিন্দুরা বাদ পড়েছেন তাদেরকে বিনাশর্তে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।রাজ্যে নিরপেক্ষভাবে অমুসলমান নাগরিকদের প্রমাণপত্র পরীক্ষা করার জন্য একটি উচ্চস্থানীয় দল গঠন করারও দাবি জানানো হয়। তাছাড়া কেন্দ্রীয় স্তরে একটি মানবাধিকার সুরক্ষা কমিটি গঠনের মাধ্যমে রাজ্যের হিন্দুদের সুরক্ষিত করার ব্যবস্থা করা হোক বলে নেলেক উল্লেখ করে। ডিটেনশন ক্যাম্পে যারা এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারবর্গকে কুড়ি লক্ষ টাকা করে অনুদান প্রদানের ব্যবস্থা করার জন্য স্মারক পত্রে দাবি জানানো হয়।
তাছাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শিখ ধর্মাবলম্বী নাগরিকদের বিরুদ্ধে ডি ভোটার নোটিশ যাতে জারি করা না হয় তার জন্য সীমান্ত পুলিশকে কড়া নির্দেশ প্রদানের জন্য নেলেক’র পক্ষ থেকে আবেদন জানানো হয়। দুলাল পালের মৃত্যুর ঘটনার উল্লেখ করে নেলেক’র পক্ষ থেকে এটি মানবিকতার দিক থেকে এক চরম হেনস্থা বলে উল্লেখ করা হয়। মৃত্যুর পর দুলাল পাল ভারতীয় হিসেবে স্বীকৃতি পেলেন, অথচ দু’বছর ডিটেনশন ক্যাম্পে নরক যন্ত্রনা ভোগ করতে বাধ্য হন। এধরনের আরো ঘটনা প্রায়ই ঘটছে, যেখানে হিন্দু ভারতীয়রা হেনস্তার শিকার হচ্ছেন।
এদিকে অসম রাজ্যে হিন্দুদের সুরক্ষার ক্ষেত্রে বিজেপি উদাসীন মনোভাব দেখাচ্ছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অবিলম্বে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আবেদন জানানো হয়।একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার কমিশনার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে।
Comments are closed.