নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশ, বাদ পড়লেন ৭২২৭ জন, দাবি/ আপত্তি জানানোর শেষ দিন ৩০ নভেম্বর
সমস্ত রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশ করল কাছাড় জেলা প্রশাসন। এদিন জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে নতুন ভোটার তালিকার খসড়া সম্পর্কিত সমস্ত তথ্য তুলে ধরেন কাছাড়ের জেলাশাসক কীর্তির জল্লি। সঙ্গে ছিলেন নির্বাচন আধিকারিক নবনীতা হাজারিকা এবং জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিক মনসুর আহমেদ মজুমদার।
নতুন ভোটার তালিকার খসড়া অনুযায়ী কাছাড়ে মোট ভোটারের সংখ্যা ১২,৭০৬৫৬। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, নতুন তালিকায় ৭২২৭ জনের নাম বাদ পড়েছে। সাধারণত নতুন ভোটার তালিকায় সংখ্যাটা বাড়ে। তবে এবার এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিষয় টা অনেকের কাছেই বোধগম্য হয়নি। তবে এর কারণ ও ব্যাখ্যা করেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। তিনি বলেন, ‘সাত হাজারের নাম বাদ পড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। করোনা মহামারীতে অনেক লোক মারা গেছেন। এছাড়া করোনা কালে অধিকাংশ ১৮ বয়সের বেশিরা ভোটার তালিকায় নাম তুলেননি। তবে আমি মনে করি সবচেয়ে বড় কারণ হচ্ছে সফটওয়্যার আপলোড। আগে একই নাম দুবার উঠে যেত তালিকায়। তবে সফটওয়্যার আপলোড হবার সুবাদে এবার আর এমনটা হয়নি। একনাম দুবার আসেনি।’
কাছাড়ের জেলাশাসক জানান, নতুন তালিকায় যদি কারোর নাম বাদ পড়ে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। নিজেদের দাবি-আপত্তি জানিয়ে সেই ব্যক্তি আবেদন করতে পারবেন। এ নিয়ে আতঙ্কিত হবার দরকার নেই। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দাবি-আপিল করা যাবে। এটাই চূড়ান্ত তালিকা নয়। কীর্তি জল্লি বলেন, ‘আমি তরুণ-তরুণীদের উদ্দেশ্যে বলবো ভোটার তালিকায় নাম থাকাটা খুবই জরুরী। আজকাল সব ক্ষেত্রেই এটা একটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহার করা হয়। তাই যাদের বয়স ১৮ হয়েছে আমি তাদের আপিল করবো ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করুন।’
নির্বাচন আধিকারিক নবনীতা হাজারিকা জানান, সফটওয়্যার আপলোড হওয়ায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে একটি নাম তিন-তিনবার তালিকায় রয়েছে। সোনাই সমষ্টিতে এমনটা দেখা গেছে। সাত হাজার নাম বাদ পড়ার পেছনে এটা একটা বড় ফ্যাক্টর। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগের তুলনায় এবার ১৮ বয়সের বেশিরা অনেক কম আবেদন করেছেন। জেলাশাসক কীর্তি জল্লি আপিল করেন, তরুণ প্রজন্ম যাতে আরও বেশি করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করে। অনলাইনেই এমনটা করা যাবে। NSVP.COM এ গিয়ে ৬ নং পূরণ করলেই হবে।
Comments are closed.