এলএইচবি কোচ এসে গেল শিলচরে, সম্পর্কক্রান্তি এক্সপ্রেস এই নতুন কোচ নিয়ে যাত্রা করছে আগামীকাল
এসে গেল এল এইচ বি রেকের ট্রেন, যাত্রা শুরু হচ্ছে আগামীকাল থেকে। ভারতের অন্যান্য জায়গার মতো এবার পাহাড় লাইন দিয়েও ছুটবে অত্যাধুনিক এই রেকের ট্রেন। শিলচর পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনের আগামীকাল থেকে যাত্রা শুরু হচ্ছে এই নতুন এলএইচবি রেক নিয়ে। ঝকঝকে নতুন কোচ নিয়ে দিল্লি থেকে নভেম্বরের ২৮ তারিখ যাত্রা শুরু করেছিল এই ট্রেন, আজ ভোরে শিলচরে এসে পৌঁছায়। বর্তমানে এটি শিলচর স্টেশনের পিট লাইনে রাখা আছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
২১টি কামরার ট্রেনটিতে এসি ফার্স্ট ক্লাস কাম এসি টু টায়ার একটি, এসি টু টায়ার একটি, চারটি এসি থ্রি টায়ার, আট টি স্লিপার ক্লাস, চারটি জেনারেল সেকেন্ড ক্লাস, একটি পেন্ট্রি কার এবং দুটো লাগেজ কম জেনারেটর কোচ থাকবে।
উল্লেখ্য, এতদঞ্চলে যে কামরাগুলো নিয়ে ট্রেন যাতায়াত করে থাকে সেটা হল আইসিএফ, কামরাগুলোর রং নীল। এবার যাত্রীদের যাত্রা আরামদায়ক করার উদ্দেশ্যে সেই মান্ধাতা আমলের আইসিএফ কামরা বদলে নতুন প্রজন্মের টুকটুকে লাল রঙের লিংক হফম্যান কোচ (এলএইচবি) চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
যেহেতু শিলচরে এলএইচবি কোচের প্রাথমিক তত্ত্বাবধান করা সম্ভব নয়, তাই এই সংক্রান্ত কাজগুলো উত্তর রেলওয়ে (এন আর)কে অর্পণ করা হয়েছে। তবে, রুটিনমাফিক সাধারণ তত্ত্বাবধান শিলচরেই চলবে।
১৯৯৮ সালে জার্মানির লিংক হফমেন বুশ এই ধরনের কোচ উদ্ভাবন করেছিলেন। ভারতে এই ধরনের কোচ ২০০৩ সালে প্রথম রেলওয়ে পরিষেবায় অন্তর্ভুক্ত হয়। এই অত্যাধুনিক কোচগুলোতে দুর্ঘটনা প্রতিরোধের ও অনেক ব্যবস্থা রয়েছে।
Comments are closed.