বরকে আরো ৯ জনের দেহে সংক্রমণ ধরা পড়ল, দুইজন ভ্রমণ বৃত্তান্ত বিহীন, সদৃশলক্ষণ একজন
শিলচর মেডিকেল কলেজ সূত্র প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজকের দিনের প্রথম তালিকায় বরাক উপত্যকার আরো নয় জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ল। এর মধ্যে দুইজন ভ্রমণ বৃত্তান্ত বিহীন। এদের মধ্যে একজনের সোয়াব পরীক্ষা করা হয়েছিল আসাম টার্গেটেড সার্ভাইলেন্স প্রোগ্রামের অধীনে এবং অপরজন ইনফ্লুয়েঞ্জা-সদৃশ লক্ষণ থাকায় পরীক্ষা করা হয়েছিল।
শিলচর মহাকুমার দুধপাতিল পঞ্চম খন্ড এলাকার ৩৫ বছর বয়স্ক রাজা সিনহা ইনফ্লুয়েঞ্জার লক্ষণ প্রকাশ পাওয়ায় পরীক্ষা-নিরীক্ষার পর কোভিড পজিটিভ ধরা পড়েছে । করিমগঞ্জ মহকুমার শ্রীগৌরী এলাকার ৩০ বছর বয়স্ক সঞ্জীব শর্মার লালা নেওয়া হয়েছিল আসাম টার্গেটের সার্ভাইলেন্স প্রোগ্রামের অধীনে গত ১ জুলাই। আজ সোয়াব পরীক্ষার ফলাফলে তার করোনা সংক্রমণ ধরা পড়ে ।
এছাড়াও আজকের দিনে আরও যাদের দেহে সংক্রমণ ধরা পড়েছে এরা হলেন, মুম্বাই থেকে আসা করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার ৩৪ বছর বয়স্ক মাহবুবুর রহমান, বেঙ্গালুরু থেকে আসা কাছাড় জেলার মতিনগর এলাকার দিদারখুশ প্রথম খন্ডের ১৮ বছরের যুবক শাহনাজ হোসেন; বেঙ্গালুরু থেকে আসা কাছাড় জেলার কাটিগড়া এলাকার জগদীশপুর তৃতীয় খন্ডের ২৫ বছরের জইরুল ইসলাম; কলকাতা থেকে আসা শিলচর শহরের ঘনিয়ালা এলাকার ৩৮ বছরের মোহাম্মদ সাকিব; মুম্বাই থেকে আসা কাছাড় জেলার পানিভরা, মালুগ্রাম এলাকার ৪৩ বছরের বিপুল নাথ; হায়দ্রাবাদ থেকে আসা অরুণাচল ডেইলিবাজার ( মাসিমপুর ) এলাকার ২৩ বছরের যুবক আনন্দ ছেত্রী ; হায়দ্রাবাদ থেকে আসা শিলচর শহরতলির মেহেরপুর এলাকার ২১ বছরের যুবক মোস্তাফিজ আহমেদ ।
Comments are closed.