Also read in

নতুন বৎসরে বাড়ছে বিদ্যুৎ মাশুল, গ্রাহক ক্ষুব্ধ

 

আবার বাড়তে চলেছে বিদ্যুৎ মাসুল, আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(APDCL) এর তরফ এক বিজ্ঞপ্তি জারি করে এই সংবাদ জানানো হয়েছে।

সমগ্র রাজ্যব্যাপী এই বিদ্যুৎ মাসুল বিধি কার্যকর হবে আগামী জানুয়ারিতে । প্ৰতি ইউনিটে ৭.৩৬ টাকার পরিবৰ্তে হ’ব ৮.১০ টাকা; ইউনিট প্রতি এই বৃদ্ধির পরিমাণ প্রায় ৯.৯ শতাংশ।

ইতিমধ্যে মাশুল বৃদ্ধির ব্যাপারে নিয়ামক আয়োগের অনুমোদন লাভ করেছে এপিডিসিএল।
এই বিজ্ঞপ্তিতে রাজ্যব্যাপী গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নীচে বৃদ্ধির তালিকা দেওয়া হল :

 

Comments are closed.