শহিদ দিবসে কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থার নবরূপে নির্মিত শহিদ স্মারক উন্মোচন
সবাই অবগত আছেন যে, মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে ১৯৬১ খ্রিষ্টাব্দের ১৯শে মে তারিখে ১১ টি তরতাজা প্রান অকালে ঝরে পড়েছিল। এদের এই আত্ম বলিদানে সাময়িক ভাবে অসমিয়া ভাষা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা বন্ধ হলেও উগ্র প্রাদেশিকতাবাদীদের চক্রান্ত কিন্তু থেমে থাকেনি; তাই পরবর্তীতেও আরো রক্ত ঝরেছে এই উপত্যকায়।
মাতৃভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণে আগামী ১৯শে মে ,২০২৩ খ্রিষ্টাব্দ, শুক্রবার কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থার নিজস্ব গৃহের সম্মুখে নবরূপে নির্মিত শহিদ স্মারক উন্মোচন করা হবে।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডাঃ তপোধীর ভট্টাচার্য, বিশিষ্ট লেখক তথা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সভাপতি সঞ্জীব দেব লস্কর, সাংবাদিক লেখক তৈমুর রাজা চৌধুরী ও অতীন দাস, লোক গবেষক অধ্যাপক ডাঃ অমলেন্দু ভট্টাচার্য প্রমূখ উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি প্রদান করেছেন।
শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ও এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থা ১৯৮২ সন থেকে সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়াজগতে বিভিন্ন ভাবে কর্মকাণ্ড চালিয়ে আসছে।
এক প্রেস বিজ্ঞপ্তির মারফত শহীদ স্মরণ অনুষ্ঠানটিতে সকলের উপস্থিতি কামনা করেছেন সংস্থার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ দত্ত
Comments are closed.