উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু , ২২৯৬৩ পরীক্ষার্থী বরাক উপত্যকায়
চূড়ান্ত নিরাপত্তার মধ্যে সারা রাজ্যে আজ শুরু হল উচ্চমাধ্যমিক পরিক্ষা। বরাক উপত্যকার তিন জেলায় এবার ২২,৯৬৩ পরীক্ষার্থী কলা, বিজ্ঞান এবং বানিজ্য শাখায় পরীক্ষায় বসবেন।
তিন জেলায় মোট ৬৫টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ৬টি কে স্পর্শকাতর বলে গন্য করা হচ্ছে।
অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পর্ষদ (এএইচএসইসি) এর তরফে জানানো হয়েছে, প্রত্যেক কেন্দ্রে পুলিশের পাহারা সহ সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা মোবাইল, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি ইত্যাদি সঙ্গে রাখতে পারবেন না।
পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক এবং এক্সটার্নাল ইনভিজিলেটর ছাড়া অন্যান্য শিক্ষকরাও মোবাইল পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করতে পারবেন না।
কাছাড়ে এবার মোট ১১,৫৯৯ জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ৮৯৭৭ জন কলা, ১৬৬৫ জন বিজ্ঞান এবং ৯৫৭ জন বানিজ্য বিভাগে রয়েছেন। করিমগঞ্জের মোট ৬৬১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫০০ জন কলা, ৭১৫ জন বিজ্ঞান এবং ৩৯৬ জন বানিজ্য বিভাগে রয়েছেন। হাইলাকান্দিতে মোট ৪৭৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮২৬ জন কলা, ৬২১ জন বিজ্ঞান এবং ৩০৬ জন বানিজ্য বিভাগে রয়েছেন।
গত সপ্তাহে এএইচএসইসির চেয়ারম্যান দয়ানন্দ বরগোহাঁই বরাক সফর করে পরীক্ষার প্রস্তুতি পরিদর্শন করেন। তিনি বলেন, বরাকের তিন জেলায় সুন্দর ভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছেন।
পাশাপাশি উত্তরপত্র পরীক্ষার কাজও আগামী সপ্তাহে শুরু হবে বলেও জানান তিনি।
Comments are closed.