Also read in

বিজ্ঞান এক্সপ্রেস এর আগমনকে স্বাগত জানায় বরাক উপত্যকা

বিজ্ঞান এক্সপ্রেস বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, ভারত সরকার দ্বারা একটি ভ্রাম্যমাণ  বিজ্ঞান প্রদর্শনী। ১৬ টি   এসি কোচ  নিয়ে এই প্রদর্শনীর উদ্দেশ্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তরুণদের আগ্রহ  বাড়ানো ।

ট্রেনটি প্রথম ২০০৭ সালে চালু হয়েছিল, এটি শুধু  শিক্ষার্থীদের সাহায্য করবে না বরং বিজ্ঞান শিক্ষকদেরও সাহায্য করবে। এই বছর  ৫ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবসে  দিল্লির সাফদরজং  স্টেশন থেকে বিজ্ঞান এক্সপ্রেস এর  সূচনা  হয়। পাটনা থেকে  এটি  রঙ্গিয়া হয়ে বদরপুর পৌঁছাবে । আসামে রঙ্গিয়া, মারিয়ানি ছাড়াও গুয়াহাটি, ডিব্রুগড়, কামাখ্যায় ও এটি থাকবে ।

কোচগুলির মধ্যে  একটি কোচকে আকর্ষণীয়ভাবে উত্তর পূর্বের জীব বৈচিত্র্যের উপর ডিজাইন করা হয়েছে।

বিজ্ঞান এক্সপ্রেস আজ বদরপুরে পৌঁছাবে এবং ১৯ এপ্রিল পর্যন্ত থাকবে । সকাল ১০ থেকে বিকাল ৫  টা পর্যন্ত প্রদর্শনীতে প্রবেশ করা যাবে ।

Comments are closed.