Also read in

একটি দুর্ঘটনা ছাড়া বরাক উপত্যকায় শান্তিপূর্ণ ভাবে পালিত দোল উৎসব

দুয়েকটি ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বরাক উপত্যকায় শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে দোল উৎসব তথা হোলি। বৃহস্পতিবার  এবং শুক্রবার গোটা উপত্যকা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি পালন করা হয়। সব শ্রেণীর মানুষ এতে যোগদান করেন ।

উৎসবটি শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করার লক্ষ্যে প্রশাসনের তরফে পুলিশ তথা আধাসামরিক বাহিনীর ব্যবস্থা করা হয়। শুক্রবার শহরের প্রত্যেক মোড়ে পুলিশ ও সিআরপিএফ পাহারা দেয় এবং কোনও অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি।

তবে এদিন সন্ধ্যায় রাঙ্গিরখাড়িতে এক  বলেরো গাড়ির ধাক্কায় এক অটো চালক এবং দুই যাত্রী গুরুতর ভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুয়ায়ী সন্ধ্যা ৬টা নাগাদ সোনাইরোড থেকে দ্রুতবেগে আসা বলেরো গাড়ি  রাঙ্গিরখারি পয়েন্টে দাড়িয়ে থাকা অটোরিক্সাকে পেছন দিক থেকে ধাক্কা মারে। এতে অটোটির চালক সহ দুজন যাত্রী আহত হন,তবে বলেরো গাড়িটি পালিয়ে যেতে সমর্থ হয়। আহতরা হলেন আলতাফ হোসেন চৌধুরী (২২), মমতা বেগম চৌধুরী (১৯) এবং গাড়ির চালক সঞ্জীব পাল(২২)। আহতদের শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। একজনের অবস্থা সংকটজনক বলেও জানা গেছে।

বৃহস্পতিবার  শিলচর এবং অন্যান্য এলাকার বিভিন্ন সামাজিক সংস্থা দোল উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে সুর সাগর সঙ্গীত মহাবিদ্যালয়, সর্বোদয় বিদ্যালয় সহ বিভিন্ন সংস্থা শোভাযাত্রা বের করে। সন্ধ্যায় ক্লাব অনন্যা গান্ধীবাগে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে। পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং অন্যান্য সংস্থাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Cultural activities organised by Club Ananya

প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে উৎসবটি শান্তিপূর্ণ ভাবে পালন করার জন্য সাধুবাদ জানানো হয়েছে।

People celebrating holi ecstatically

 

 

Comments are closed.