Also read in

নিখোঁজ পুরসভার পরিদর্শক রঞ্জন পদ দেবের দেহ উদ্ধার; নীহারেন্দ্র ঠাকুরের পদত্যাগ দাবি কংগ্রেসের।

শুক্রবার সন্ধ্যারাত থেকে নিখোঁজ রঞ্জন পদ দেবের দেহ উদ্ধার করা হয় শিলচরের সদরঘাটের বিসর্জনঘাট থেকে।পুরসভার পরিদর্শক(মেকানিক্যাল) রঞ্জন পদ দেব গতকাল তার ছেলে রত্নদীপকে ফোন করে জানান যে তিনি বরাকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চলেছেন। এর পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি।এই খবর পেয়ে বরাকের বিসর্জনঘাটে ছুটে আসেন তার পরিবারের সদস্যরা এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।বোট নামিয়ে খোঁজাখুজি করা হয়, কিন্তু সন্ধান মেলেনি।

অত্যন্ত দু:খজনক ঘটনা যে তিনি সত্যি  নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ কর্তৃপক্ষ আজ সদরঘাটের বিসর্জনঘাট থেকে তাঁর দেহ উদ্ধার করে। গত রাত থেকেই তল্লাসী অভিযান শুরু করা হয় যখন সুরক্ষা কর্মী হরি দাস জানায় যে বরাক নদীর পারে সে রঞ্জন দেবকে ঘোরাফেরা করতে দেখেছে। পুলিশও গতকাল রাত ৮ টায় বিসর্জনঘাট থেকে চশমা ও জুতো উদ্ধার করে।

এখানে উল্লেখ করা যায়, দেব পুরসভার ইউনিয়ন নেতা  ছিলেন। এখানে আরো উল্লেখ করা যায়, বকেয়া বেতনের দাবিতে সারা রাজ্যে ধর্মঘট চলছে পুরকর্মচারীদের। শিলচর পুরসভার কর্মচারীরাও রয়েছেন আন্দোলনে। শিলচর মিনিউসিপাল্টি বোর্ডের কর্মচারীরা বিগত ৬ মাস থেকে বেতন পাচ্ছেন না।

শিলচর মিনিউসিপাল্টি বোর্ডের চেয়ারম্যান নীহারেন্দ্র ঠাকুর এ ব্যাপারে বলেছেন, রঞ্জন পদ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তাই এমন ধরনের কাজ করেছেন। শিলচর কংগ্রেস  এ ব্যাপারে পুরসভার দূরবস্থার কথা উল্লেখ করে নীহারেন্দ্র ঠাকুরের পদত্যাগ দাবি করেছে।

 

 

Late Ranjan Pada Deb

 

৫৪ বছর বয়স্ক রঞ্জন পদ দেব মালুগ্রামে তাঁর স্ত্রী মনি দেব এবং পুত্র রত্নদীপের সঙ্গে থাকতেন।ছেলের সঙ্গে তাঁর শেষ কথা ছিল “ আমি আর ফিরব না। মাকে দেখে রাখিস |”

 

Comments are closed.