Also read in

হাইলাকান্দিতে মা ও ছেলের মৃতদেহ একটি কুয়ো থেকে উদ্ধার; স্বামীই প্রধান সন্দেহভাজন

হাইলাকান্দি পুলিশ আজ দুপুর ১২ টায় কুচিলা এলাকার একটি কুয়ো থেকে ২৩ বছর বয়সী অনিমা গোয়ালা ও তার দুই বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করেছে। প্রতিবেশীরা সন্দেহ করছেন যে স্বামী সূর্য শেখর গোয়ালাই স্ত্রী ও পুত্র উভয়কে হত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানিয়েছেন যে, “উভয় পরিবারের মধ্যে নিয়মিত ঝগড়াঝাঁটি চলত কারন মৃত মহিলার বাবা-মা বিয়ের আগের দুই পরিবারের মধ্যে হওয়া যৌতুকের শর্ত পূরণে অক্ষম ছিলেন।”

পুলিশ যদিও এই পর্যায়ে মৃত্যুর কারন সম্পর্কে কোন কিছু বলতে অস্বীকার করেছে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান, “তদন্ত চলছে, আমরা এখনও কারণ জানিনা।” পুলিশ স্বামী সূর্য শেখর গোয়ালার মা এবং বোনকে জিজ্ঞাসাবাদ করছে । “আমরা এই মুহূর্তে হত্যাকাণ্ডের সাথে যৌতুকের সম্পর্ক থাকার কোনো প্রমাণ পাইনি” – বলেছেন ওই পুলিশ অফিসার ।

সূর্য শেখর গোয়ালা ঘটনার পর থেকেই নিখোঁজ এবং পুলিশ কর্তৃপক্ষ বলেছেন,”অবশ্যই তিনি প্রধান সন্দেহভাজন।”

কারণ যাই হোক না কেন, প্রকৃতপক্ষে ২ বছর বয়সী শিশুটি তার জীবন শুরু হওয়ার আগেই চলে গেল, আর ২৩ বছর বয়সী এই মহিলাও অকালে অপমৃত্যুর শিকার হলেন তার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

Comments are closed.