Also read in

শিলচরে  ফজল শা মোকাম এ উরুস  পালন   

প্রতি বৎসরের মতো এবার ও চেংকুরিস্থিত  হজরত ফজল শা মুকামে  উৎসাহ উদ্দীপনার সঙ্গে  উরুস উৎসব পালিত হল । এই  অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে  হাজার হাজার লোক অংশ গ্রহন করে ।

এই অনুষ্ঠানে মুসলিম ধর্মের বিশিষ্ট মৌলানা পীর গন ধর্মীয় আলোচনায় অংশ গ্রহন করেন । বিশিষ্টদের মধ্যে ছিলেন রাতাবাড়ির  মৌলানা আজিজুল হক, করিমগঞ্জের পীর মফিজুল হক, শিলচর বড় মসজিদ এর সাদিক আহমেদ লস্কর ।

অনুষ্ঠানের উদ্যোক্তারা খিচুড়ি ও বিরিয়ানির ব্যবস্থা করেন ; সমস্ত দিন ব্যাপি বিভিন্ন সম্প্রদায়ের প্রচুর সংখ্যক মানুষ এই স্বাদ গ্রহন করে সম্প্রীতির এক অনন্য নজির সৃষটি করেন ।  

Comments are closed.