Also read in

ভারী বর্ষণে  জাতীয় সড়ক বিধস্ত, মৃত এক

 

বরুন দেবের কৃপায় আমাদেরকে এবার অনেক ভুগতে হবে। প্রতি বছর  আমরা ভালো বৃষ্টির  জন্য প্রার্থনা করি,  কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সবসময়ই ক্ষতিকারক।

বরাক উপত্যকায় ব্যাপক বৃষ্টিপাতের পর এটি রিপোর্ট করা হয়েছে যে শিলচর করিমগঞ্জ ৫৩ নং জাতীয় সড়ক গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিও বলা হয় যে কল্যাণীর কাছে বাংলা ঘাটে যান চলাচলে  বাধা সৃষ্টি হয়েছে।

এছাড়াও গত রাতে  শ্রীকোনাতে একজন ব্যক্তি মারা যান। মৃত্যুর কারণ এখনও অজানা।

বারাক বুলেটিন টিম সব পাঠকদের নিরাপদ এবং সতর্ক থাকার  জন্য অনুরোধ করে|

Comments are closed.