কালিকা প্রসাদের প্রকল্প “বিসর্জন” জাতীয় পুরস্কার পেল
দোহার এর সঙ্গীত দ্বারা সমৃদ্ধ চলচ্চিত্র “বিসর্জন”, ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে ভূষিত হল ,কিন্তু কালিকা প্রসাদ ভট্টাচার্য এই গৌরবের মুহূর্ত দেখে গেলেন না ।
লোক সঙ্গীতে তাঁর অসাধারণ অবদানের জন্য বিশ্বখ্যাত এই অভিনেতা কালিকা প্রসাদ ভট্টাচার্য গত মাসে হুগলিতে একটি মারাত্মক গাড়ী দুর্ঘটনায় মারা যান।
হাজার হাজার জনগণের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তখন দুর্ঘটনা এবং গায়কের এই দুঃখজনক মৃত্যুতে সমবেদনা জানিয়েছিলেন , সরকারের পক্ষে গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হয়েছিল।
একটি অনুষ্ঠান শেষ করে কলকাতায় ফিরে আসার সময় হুগলি জেলার গুরুাপ নামক স্থানে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটেছিল।
পুরস্কার প্রাপ্তির এই সংবাদ তার দুঃখজনক মৃত্যুর ঠিক একটি মাস পরে আসল যা কিনা একসাথে আনন্দ এবং বিষাদ এর।
Comments are closed.