Also read in

প্রাক-বর্ষা বৃষ্টিতে শিলচর থমকে দাঁড়ালো

মাত্র কয়েক ঘণ্টা প্রাক-বর্ষা বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের বেশ কয়েকটি অংশে জীবন যাত্রা ভেঙ্গে পড়েছে। হাইলাকান্দি রোড, ন্যাশনাল হাইওয়ে, অম্বিকাপট্টি, সোনাই রোড এবং শিলচর শহরের অন্যান্য অংশে জলবদ্ধতার ঘটনা ঘটেছে।

দীর্ঘ দিন ধরেই উপত্যকার  বাসিন্দাদের জন্য এটি একটি তীব্র সমস্যা যা নিষ্কাশন ব্যবস্থার দৈন্যতার জন্য ঘটে চলেছে । যদি ড্রেনেজ সমস্যাটি অবিলম্বে সমাধান না হয়, তাহলে আসন্ন বর্ষা মরসুমে শিলচরের জনগণের জন্য অনেক কষ্ট বয়ে নিয়ে আসবে।

 

 

Comments are closed.