রামনগর-সোনাবাড়িঘাট বাইপাস এর কাজে আরও গুরুত্ব প্রয়োজন
রামনগর সোনাবাড়িঘাট বাইপাস হচ্ছে এমন একটা রাস্তা যা কিনা মিজোরামগামী এবং আরও অনেক ট্রাফিক বিশেষ করে ভারি যানবাহনকে শহরের বাইরে দিয়ে বেরিয়ে যাবার যোগাযোগ করে দেবে । কিন্তু এই কাজ শুধুই পিছিয়ে যাচ্ছে ।
এই রাস্তা ভবিষ্যতে মহাসড়ককে ও সংযুক্ত করবে, তবে সোনাবাড়িঘাটে বরাক নদীর উপর নির্মীয়মাণ সেতুর কাজ শেষ হতে হবে। এই সেতুর কাজ ও সময় সীমার অনেক পেছনে চলেছে । আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী শুক্লবৈদ্য ও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ।
আমরা আশা করছি আগামী এপ্রিল মাসের মধ্যে ই এর কাজ শেষ করতে মন্ত্রী মহোদয় বিশেষ উদ্যগ নেবেন ।
Comments are closed.