![](https://barakbulletin.com/wp-content/uploads/2018/02/shillong-rd-720x430.jpg)
শিলং রোডে পূর্ণোদ্দমে চলছে মেরামত
শিলং রোডের মেরামত কাজ পুরোদমে চলছে। নির্মাণ কাজের অগ্রগতি খুবই ইতিবাচক এবং এতে মনে হচ্ছে এটি শীতকালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
![](http://uat.barakbulletin.com/wp-content/uploads/2018/02/sillong-rd.jpg)
দিগরখাল থেকে সোনাপুর এখনও ঝুঁকিপূর্ণ এবং আগামী দিনগুলিতে এই সড়কের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।
![](http://uat.barakbulletin.com/wp-content/uploads/2018/02/shillong-rd-1.jpg)
সড়কটি একবার ভালভাবে প্রস্তুত হলে, বরাক উপত্যকায় বসবাসকারীরা আরামে ভ্রমণ করতে সক্ষম হবেন, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন।
Comments are closed.