Also read in

বাস দুর্ঘটনায় মৃত ১, আহত ২৩

একটি দুসংবাদ ঃ কাছাড় জেলার শালচাপরা এলাকায় বাস দুর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন । ২৩ জন গুরুতর ভাবে আহত হয়েছেন । বিশ্বস্ত সুত্রে জানা গেছে মৃত ব্যেক্তি হলেন ভাঙ্গারপার নিবাসী পঞ্চান্ন বর্ষীয় মকলিসুর রহমান ।    

শালচাপরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাই চৌধুরী জানিয়েছেন যে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় । আজ দুপুর প্রায় একটার সময় এই দুর্ঘটনাটি ঘটে । বাসটির নাম্বার হচ্ছে AS 11 BC 4994  ।বাসটি পরে শালচাপরা থানায় নিয়ে আসা হয় ।  

বাসটি করিমগঞ্জ থেকে শিলচর যাচ্ছিল , শালচাপরা বাজারের কাছে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় । আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাঁসপাতাল সুত্রে জানা গেছে আহতদের মধ্যে চারজনের অবস্থা খুবই সঙ্কট জনক ।   

Comments are closed.