![](https://barakbulletin.com/wp-content/uploads/2018/02/aa-Cover-jco82l4s11unvlij4v8ee1fjk6-20171207063237.Medi_-750x430.jpeg)
দুঃখজনক ঘটনা : করিমগঞ্জ জিলার পাথারকান্দিতে প্রতিবেশী কর্তৃক এক মহিলা নৃশংস খুন।
দেশ যদিও প্রগতির পথে কিন্তু মহিলাদের উপর নির্যাতন হ্রাস পাচ্ছে না। গতকাল এক দুঃখজনক ঘটনায় এলাকার জনগন এক মহিলাকে হত্যা করে; প্রতিবেশীর সঙ্গে তার কন্যার অবৈধ সম্পর্ক নিয়ে মহিলাটি প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিল ।
৩৫ বছর বয়সী এই মহিলাকে রাজিয়া বেগম হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তার স্বামী ও ছয়টি সন্তান আছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় করিমগঞ্জের পাথারকান্দি এলাকায় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে যে, রাজিয়ার মেয়েটি প্রতিবেশি এক ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে ছিল। ব্যাপারটি এই দুই পরিবারের মধ্যে সম্পর্ককে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এবং এর ফলে শারীরিক নির্যাতনের এই ঘটনা ঘটে । কিল, লাথি এবং প্রহারের ফলে রাজিয়ার মৃত্যু ঘটে। যদিও একটি উদ্দেশ্যমূলক খুন ছিলনা , পুলিশ গতকাল এই বিষয়ে দুইজনকে গ্রেফতার করেছে। একটি এফ,আই,আর করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
পাথারকান্দি থানার সিনিয়র অফিসার বরাকবুলেটিন.কম কে জানান, “পাথারকান্দি পি,এই,সি (প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র)তে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় । দেহে আঘাতের কোন চিহ্ন ছিল না, এবং তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।”
পাথারকান্দি আসামের করিমগঞ্জ জেলায় অবস্থিত।
Comments are closed.