করিমগঞ্জে আটক দুই নাইজেরিয়ান করোণা আক্রান্ত নয় বলে ঘোষণা
করোণা ভাইরাস যখন পুরো বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে তখন বরাক উপত্যকাও তার ব্যতিক্রম নয়। সেই উৎকণ্ঠার মধ্যে নাইজেরিয়ান দুজনের গ্রেফতারের খবর সেই উৎকণ্ঠার পারদকে বাড়িয়ে দিল দ্বিগুন। আজ করিমগঞ্জে আটক করা হয়েছে দুই নাইজেরিয়ান যুবককে। সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাম্বুলেন্স ডেকে সরকারি হাসপাতালে পাঠানো হয় পরীক্ষা-নিরীক্ষার জন্য। সামাজিক মাধ্যমে খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে জনগণ খুব স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।তবে করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি থাকা নাইজেরিয়ান দুজন করোণা রোগে আক্রান্ত নন বলে ইতিমধ্যে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলন করে একথা জানান করিমগঞ্জের জেলাশাসক এম্বামাথুন এমপি।
এদিকে জানা গেছে, নাইজেরিয়ান যুবক দুজন বাংলাদেশ থেকে আগরতলা হয়ে আসামের ঢোকার চেষ্টা করছিল।আসাম ত্রিপুরা সীমান্তে অবস্থিত পাথারকান্দি থেকে আজ অবৈধভাবে অনুপ্রবেশ কারী এই দুই নাইজেরিয়ানকে আটক করল পুলিশ। আটক নাইজেরিয়ান কানু কিংসবাই এবং চিনদেউ নাংশু’র বয়স হচ্ছে যথাক্রমে ২৪ বছর এবং ৩০ বছর।আসামে এভাবে প্রবেশ করার কারণ জিজ্ঞেস করা হলে তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এদের একজন জানালেন যে তিনি কাগজপত্র নিয়ে আসতে ভুলে গেছেন, তাই তিনি পুলিশকে কাগজ দেখাতে পারেননি। তারা দিল্লি হয়ে গুয়াহাটি এসেছিলেন।অন্যদিকে পুলিশ জানিয়েছে তারা যখন বাস থেকে নেমে পালিয়ে যাচ্ছিল তখন পুলিশ তাদেরকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং এই বিদেশি দুজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়।
করোণা ভাইরাসের আতঙ্কে সারা দেশ জুড়ে সর্তকতা অবলম্বন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে যখন বিমানবন্দর, রেলস্টেশন থেকে শুরু করে সর্বত্র বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তখন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে কিভাবে দুই বিদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারে সে বিষয়ে প্রশ্ন উঠেছে।
Comments are closed.