Also read in

রাজ্য সরকারের নির্দেশে কাছাড় জেলায় ও নৈশকালীন কার্ফু জারি, বহাল থাকবে পহেলা মে অবধি

ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ প্রতিহত করতে রাজ্য সরকারের নির্দেশে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট সমগ্র জেলায় মঙ্গলবার থেকে ১লা মে , শনিবার পর্যন্ত রাত আটটা থেকে ভোর পাঁচটা এই ৯ ঘণ্টা সান্ধ্য আইন ঘোষণা করেছেন । এই নৈশকালীন কার্ফু চলাকালীন সময়ে জনসাধারণের চলাফেরা সহ যানবাহন চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে ।

তবে এই নির্দেশে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন জরুরী কালীন সেবায় নিয়োজিত কর্মীরা, স্বাস্থ্য বিভাগের কর্মীরা প্রমূখ । এছাড়া ডাক্তার, নার্স স্বাস্থ্য বিভাগের সকল কর্মীদের এই আদেশে ছাড় দেওয়া হয়েছে । গর্ভবতী মহিলা এবং রোগীদের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । এছাড়া বিমান বন্দর, রেল স্টেশন, আইএসবিটি যাওয়া আসার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । তবে সেসব যাত্রীদেরকে অবশ্যই তাদের টিকিট দেখাতে হবে ।

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের ছাড় দেওয়া হয়েছে । জরুরী সামগ্রী বহনে কোন বাধা-নিষেধ নেই । ব্যাংক, ইন্সুরেন্স এবং এটিএম এর কাজে জড়িত ব্যক্তি, ইন্টারনেট সার্ভিস ব্রডকাস্টিং এবং কেবল সার্ভিস এর সাথে জড়িত ব্যক্তিরা ছাড় পাবেন । এছাড়া অন্যান্যদের মধ্যে পেট্রোল পাম্প, এলপিজি ইত্যাদি কাজের সাথে জড়িতদের ছাড় দেওয়া হয়েছে ।

জরুরী সামগ্রীর তৈরীর সাথে জড়িত এবং প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সাথে জড়িতদের ছাড় দেওয়া হয়েছে । তাছাড়া কোভিড ভ্যাকসিন নিতে যারা যাচ্ছেন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে । তবে সংশ্লিষ্ট যাদের ছাড় দেওয়া হয়েছে তাদেরকে বৈধ পরিচয় পত্র সঙ্গে নিয়ে চলাফেরা করতে হবে । এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ২০০৫ এর ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টের ৫১ থেকে ৬০ ধারা এবং আইপিসি সেকশন ১৮৮ ধারায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ।
তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে জারী করা এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।.

Comments are closed.