Also read in

সাহিত্যের পরিধি সম্প্রসারণে এগিয়ে চলেছে 'প্রতাপ', প্রকাশিত হল নবম সংখ্যা

বরাক উপত্যকার সাহিত্য আকাশের পরিধিটা সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে প্রকাশিত হল সমাজ ও সাহিত্য বিষয়ক ছোট-কাগজ ‘প্রতাপ’ এর নবম সংখ্যা।

শৈলেন দাসের সম্পাদনায় শিলচর মালিনী বিল থেকে প্রকাশিত ছোট-কাগজটির উন্মোচন উপলক্ষে ১৪ই জুলাই ২০১৯ সকাল ১১টায় শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের মা অন্নপূর্ণা বিবাহ ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যানুরাগী মানুষের উপস্থিতিতে বিশিষ্ট আইনজীবী নীহার রঞ্জন দাস, স্বনামধন্য কবি সুশান্ত ভট্টাচার্য, সঞ্চিতা দাস, সমাজকর্মী বিবেকানন্দ দাস, বিমল দাস সম্মিলিতভাবে ‘প্রতাপ’ এর আবরণ উন্মোচন করেন।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাজ মোহন দাস। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন জয়া ভাওয়াল, দেবী অখন্ড, শিল্পী দাস ও পদ্মা সোনা। স্বরচিত কবিতা পাঠ করেন মানবেন্দ্র চক্রবর্তী, ভাস্করজ্যোতি দাস, মুন্না চক্রবর্তী, সুকান্ত দাস, মমতা চক্রবর্তী, জয়মনি দাস, শতদল আচার্য, বিউটি দাস, সানি ভট্টাচার্য, বীথি দাস, সুপর্ণা ভট্টাচার্য, রাজু দাস, জয়া ভাওয়াল ও শৈলেন দাস। একক নৃত্য পরিবেশন করেন বীথিকা দাস ও নিবেদিতা দাস। নজরুল গীতি গেয়ে শোনান বীথি দাস। তবলায় সহযোগিতা করেন প্রণবানন্দ দাস।

সভায় উপস্থিত সবাই ‘প্রতাপ’-এর ভূয়সী প্রশংসা করেন ও আগামী দিনে বৃহৎ পরিসরে প্রকাশিত করার জন্য সম্পাদককে উৎসাহিত করে সবরকমের সহযোগিতা করার কথা বলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি-সম্পাদক শৈলেন দাস।

Comments are closed.

error: Content is protected !!