Also read in

সোমবার শিলচর এনআইটির ১৮তম সমাবর্তন; থাকছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচরের ১৮তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে ২ নভেম্বর, অর্থাৎ আগামী সোমবার। এতে মুখ্য অতিথি হিসেবে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিষাক। তবে পুরো অনুষ্ঠান ভার্চুয়াল মোডে আয়োজিত হবে, অর্থাৎ কেউ শারীরিকভাবে এতে যোগ দেবেন না। অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বিদ্যার্থী বা মুখ্য অতিথি শারীরিকভাবে উপস্থিত না থেকেও এতে যোগ দেবেন। কোভিড প্রটোকলের কথা মাথায় রেখেই এই রীতিতে অনুষ্ঠানটি করা হচ্ছে।

অনুষ্ঠান শুরু হবে সোমবার সকাল ৯ টা ৫৫ মিনিটে। এনআইটি শিলচরের ইউটিউব চ্যানেলে সরাসরি এটি সম্প্রচারিত হবে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাড়াও অনলাইনে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, তিনি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এআইসিটিই-র চেয়ারম্যান অধ্যাপক অনিল ডি সহস্রবুধে, এনআইটি শিলচরের বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান গৌতম এন মেহরা, শিক্ষা প্রতিষ্ঠান প্রাক্তনী তথা কেন্দ্র সরকারের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের বৈজ্ঞানিক সঞ্জয় চৌধুরী সহ অন্যান্যরা এতে যোগ দেবেন।

উল্লেখ্য, এনআইটি শিলচর গত বছর জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অত্যন্ত সুনাম অর্জন করেছে। জাতীয় স্তরে প্রথম পঞ্চাশে আসার পর এই ধারা আরও এগিয়ে যেতে থাকে। আমেরিকার টাইম ম্যাগাজিনের সেরা ১০০০-এর তালিকায় স্থান পায়। বরাক উপত্যকার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেংকিং ২০২১ এর তালিকায় স্থান পায়। এরপর ইন্টার্নেশনাল রেঙ্কিং ইন দ্য রেঙ্ক ব্যান্ড তালিকায় ৬০১-৪০০ নম্বরের মধ্যে স্থান পায় শিক্ষা প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ইঞ্জিনিয়ারিং ইন ইউএস নিউজ রেংকিং ২০২১ তালিকায় ৭৫০ তম স্থান অধিকার করে শিলচর এনআইটি। শুধুমাত্র বরাক উপত্যকা নয় সারা উত্তর-পূর্বের ক্ষেত্রে একই বছরে আন্তর্জাতিক স্তরে এতগুলো রেঙ্কিং পাওয়া একটি বিরল দৃষ্টান্ত। এর ফলস্বরূপ সারাদেশের চোখে পড়তে শুরু করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এবার সমাবর্তনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী স্বয়ং যোগ দিয়ে এর মাত্রা আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছেন।

Comments are closed.