
নীতি আয়োগ রাজি হচ্ছে না, তাই আটকে আছে কাগজ কলের পুনরুজ্জীবন: রাজদীপ
সর্বশক্তিমান নীতি আয়োগের অনুমোদন না মেলায় কাগজ কল দুটির পুনরুজ্জীবন আটকা পড়েছে। তবে বাজেট অধিবেশন শেষ হওয়ার পর এক মাসের মধ্যে কাগজ কল পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী আরবিন্দ সাওন্ত। গতকাল ইটখলার বিজেপি দলীয় কার্যালয়ে সভাপতি কৌশিক রাইকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে খোলামেলা আলোচনায় জানালেন শিলচরের নবনির্বাচিত সাংসদ ডাঃ রাজদীপ রায়।
“এইচপিসিটাকে নষ্ট করেছে একটা শ্রেণীর লোক যারা এইচপিসি থেকে খেয়েছে, প্যারাসাইটের মত এইচপিসিকে চুষে শেষ করে দিয়েছে। এই জায়গা থেকে এইচপিসিটাকে রিভাইভ করা একটা সুপার হিউম্যান টাস্ক”, জানান রাজদীপ রায়। ব্যাপারটা যখন নীতি আয়োগের কাছে একবার চলে গেছে, এই প্রক্রিয়ার বাইরে বেরিয়ে আসা খুবই কষ্টকর। নীতি আয়োগের সঙ্গে এই নিয়ে অনেক বৈঠক হয়েছে। “আমি অরবিন্দ সাওন্তের সঙ্গে দেখা করে বসে থাকি নি । আমি পূর্বতন মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সাথেও অনেকক্ষণ এই নিয়ে আলোচনা করেছি। আমরা ১০ জন মন্ত্রী-সাংসদ সাওন্তের সাথে দেখা করার পরও তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি কথা দিয়েছেন বাজেট অধিবেশন শেষ হওয়ার ১ মাসের মধ্যে তিনি কাগজ কল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন। উনার এই পরিদর্শন না করা পর্যন্ত কোন ধরনের সিদ্ধান্ত বোঝা যাবে না।” রাজদীপ রায়ের স্বীকারোক্তিতে স্পষ্ট প্রতীয়মান হয় যে কাগজ কল নিয়ে পরিস্থিতি এখনো ধোঁয়াশাচ্ছন্ন এবং এই মুহূর্তে কোনো আশার আলো দেখা যাচ্ছে না।
রেলওয়ে প্রসঙ্গে রাজদীপ রায় জানান, উত্তর পূর্বের সবকটি লাইনে বৈদ্যুতিকরণ করা হবে। বাজেট পেশ করার আগের দিন রেলমন্ত্রীর সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপূর্বের সমস্ত স্টেশনগুলো আগামী ছয় মাসের মধ্যে ওয়াই-ফাই পরিষেবার আওতায় এসে যাবে। “শিলচর-গুয়াহাটি একটা ইন্টারসিটি শতাব্দি এক্সপ্রেস আমাদের খুবই দরকার, এটা মুখ্যমন্ত্রীকে দিয়ে আমি বলিয়েছি। শিয়ালদা- শিলচর ট্রেনে পেন্ট্রি কারের ব্যবস্থা নেই, এটা যাতে করা হয় সেজন্য আমি অনুরোধ করেছি”, জানান রায়। শিলচর- আগরতলা অভারনাইট এক্সপ্রেস চালু করার জন্যও তিনি অনুরোধ করেছেন রেলমন্ত্রককে। শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত রেল পরিষেবা আরও উন্নত করতে চন্দ্রপুর- লঙ্কা বিকল্প রেলপথ তৈরির অনুরোধ সম্বলিত সুপারিশও করেছেন তিনি রেলমন্ত্রী গোয়েলকে।
আসাম বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তনে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পক্রিয়ালকে শিলচরে আনার চেষ্টা করবেন সাংসদ। এ ব্যাপারে প্রাথমিক কথাবার্তা সম্পন্ন করেছেন, জানান তিনি। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্র নাথের সঙ্গেও তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কথাবার্তা বলেছেন। এই বিশ্ববিদ্যালয় প্রকৃত মানে পৌঁছাতে পারছে না এটা তিনি স্বীকার করেছেন।
বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি কৌশিক রাই জানান, শনিবার ৬ জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে বিজেপিতে প্রাথমিক সদস্যভূক্তির কাজের সূচনা হয়েছে। কাছাড়ে দলের সদস্য আরো দুই লক্ষ বৃদ্ধি করার টার্গেট রয়েছে বলে জানান তিনি।
Comments are closed.