শিলং রোডে চলাচল সুগম হল,ঝাঁ চকচকে জোয়াই-রাতাছড়া সড়কের উদ্বোধন করলেন নীতিন গাডকাড়ি
এবার বরাক থেকে শিলং শিলং রোডে চলাচল কিছুটা সুগম হলো। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি আজ অপরাহ্ণে বহু প্রতীক্ষিত নতুন প্রযুক্তিতে তৈরি ৪৪ নং জাতীয় সড়কের জোয়াই-রাতাছড়া অংশের উদ্বোধন করলেন। দুদিনের মেঘালয় সফরে এসে আজ অপরাহ্ণে এই সড়কের উদ্বোধন করে মন্ত্রী বললেন যে, “এর ফলে শিলচর থেকে গৌহাটি যান চলাচলের কিছুটা সুরাহা হলো। ৪৪ নং জাতীয় রাজপথ মেঘালয়ের শিল্প প্রসারে ও খুব গুরুত্বপূর্ণ। গৌহাটি থেকে লরিগুলো রেকর্ড সময়ে দক্ষিণ আসাম তথা মিজোরাম এবং ত্রিপুরায় যাতায়াত করতে পারবে”।
১০২ কিলোমিটার দীর্ঘ জাতীয় রাজপথের এই অংশের কাজ ২০১৫ সালের নভেম্বর মাসে শুরু হয়ে নির্দিষ্ট সময়ের দুই মাস আগেই সম্পন্ন হলো। এই রাস্তা নির্মাণে ৬৮৩ কোটি টাকা খরচ করা হয়েছে। রাস্তায় ৪৪ টি ছোট সেতু এবং ১৪৩ মিটার লম্বা টানেল আছে।
সরকারী দাবী অনুযায়ী ৬৮৩ কোটি টাকার এই প্রকল্পে জোয়াই থেকে রাতাছড়া অংশে যান চলাচলে ৯০ মিনিট সময় কম লাগবে। নতুন করে নির্মিত এই রাজপথে দুটো টোল প্লাজা, ১৭ টি বাসের সেড, দুটো আম্বুলানস এবং দুটো হাইওয়ে পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকবে।
প্রেস ইনফরমেশন বুরো দেওয়া তথ্য অনুযায়ী কয়লা এবং সিমেন্ট শিল্প ইউনিট গুলোর মধ্য দিয়ে চলা এই জাতীয় রাজপথ বরাক উপত্যকা এবং আশেপাশের অঞ্চলগুলির উন্নয়নের কাজে অগ্রণী ভূমিকা নেবে এবং চাকরির সুযোগ সুবিধাও বৃদ্ধি করবে।
শুধু এই প্রকল্পের উদ্বোধন নয়, গাডকাড়ি উত্তর-পূর্বাঞ্চলের বর্তমানে নির্মাণাধীন ১.৫ লক্ষ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যবেক্ষণ করবেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, গড়কাপ্তানি বিভাগের মন্ত্রী, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন এবং বিভিন্ন নির্মাণ সংস্থার ঠিকাদারদের সঙ্গে বৈঠকে বসে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন।
We are committed for faster and sustainable development of North East India.
Posted by Nitin Gadkari on Monday, September 24, 2018
Comments are closed.