
২৫ ডিসেম্বর রংপুরে বাজপেয়ির মূর্তি উন্মোচন করবেন নীতিন গাডকারি এবং সোনোয়াল
২৫ ডিসেম্বর রংপুরে মহাসড়কের জিরো পয়েন্টে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ১০ ফুট উঁচু মূর্তি উন্মোচন হবে। মূর্তিটি ইতিমধ্যে কলকাতায় বানানো হয়ে গেছে এবং শীঘ্রই শিলচর এসে পৌছবে। প্রয়াত প্রধানমন্ত্রীর মূর্তি উন্মোচন করতে শিলচর আসছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বেশ কয়েকজন রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতা। জেলা বিজেপির পক্ষ থেকে এব্যাপারে জানিয়েছেন সভাপতি কৌশিক রাই।
সোমবার বরাক বুলেটিনকে তিনি বলেন, “ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন পালন উপলক্ষে কাছাড় জেলা বিজেপি এই মূর্তি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। এটি শুধুমাত্র শিলচরের নয়, সারা উত্তর-পূর্বের বিজেপি কর্মীদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের মুহূর্ত হতে চলেছে। তারা প্রত্যেকেই এতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং অনেকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন।
কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গাডকারি জি অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে যোগ দেবেন। ইতিমধ্যে তার কার্যালয় থেকে আসার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তার সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, দলের রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস সহ অন্যান্যরা। অসম এবং উত্তর-পূর্বের সব কটি রাজ্যের বিজেপি দলের প্রত্যেক বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তারা যাতে অনুষ্ঠানে যোগ দিতে শিলচরে এসে থাকতে পারেন সেজন্য আমরা সম্পূর্ণ ব্যবস্থা করব। যেহেতু এখনও করোনা ভাইরাসের সংক্রমণ শেষ হয়ে যায়নি ফলে পুরো অনুষ্ঠানকে কোভিড প্রটোকলের মেনেই সম্পন্ন করা হবে।’
তবে অনুষ্ঠান ঘোষণা হওয়ার পর থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন মহাসড়ক শেষ না করে কেন মূর্তি উন্মোচন? কেউ কেউ বলছেন, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দেশের প্রত্যেক ব্যক্তির কাছে অত্যন্ত শ্রদ্ধেয়, তার নাম ব্যবহার করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাড়তি সুবিধা পেতে বিজেপি এই কাজটি করছে।
কিছু কিছু দল এবং সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা প্রয়োজনে অনুষ্ঠানের দিন প্রতিবাদ করবে। এব্যাপারে সাংসদ রাজদীপ রায়ের বয়ান, ‘বাজপেয়ীজির উদ্যোগে দুই দশক আগে কাজটি শুরু হয়েছিল, সারাদেশে এটি শেষ হলেও অসমে কংগ্রেস সরকার অতীতে এতে বাধা দিয়েছিল। আমাদের সরকার সেই সব বাধা কাটিয়ে রাস্তার কাজ আবার শুরু করে দিয়েছে। আগামী বছর বাজপেয়ীজির জন্মদিন পালনের আগে এই রাস্তা সম্পন্ন হবে, এটা আমাদের প্রতিশ্রুতি।’
Comments are closed.