গান্ধীবাগকে অ্যামিউজমেন্ট পার্ক করা চলবে না, স্মারকপত্র দিল কংগ্রেস
সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে কংগ্রেসী পুরকমিশনারদের নিয়ে এক প্রতিনিধিদল গান্ধীবাগের ভোল পাল্টানোর প্রচেষ্টার বিরুদ্ধে আজ জেলা উপায়ুক্তের হাতে স্মারক পত্র তুলে দিল।
মাত্র কয়েক দিন আগে গান্ধীবাগকে এক বিশাল বিনোদন পার্ক হিসেবে গড়ে তোলার পিপিপি মডেলের খোলাসা করেছিলেন পৌরসভার চেয়ারম্যান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর। আজ কংগ্রেস দল সরাসরি এর বিরোধিতায় নামল। অবশ্য এর আগেও প্রাক্তন পুরপতি তমাল বণিক প্রথমে এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন।
আজ স্মারপত্রে উল্লেখ করা হয়েছে, শিলচর পুরসভার গান্ধীবাগের প্রস্তাবিত প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রকল্প রূপায়িত হলে ঐতিহ্য মন্ডিত এবং ঐতিহাসিক গান্ধীবাগ তার স্বকীয়তা হারাবে।
এখানে উল্লেখ্য, শিলচর পৌরসভা ইতিমধ্যে আসাম প্রগ্রেসিভ ডেভেলপার্স লিঃ এর সঙ্গে গান্ধীবাগকে এক বিশাল বিনোদন পার্কে রূপান্তরিত করার প্রকল্পে অনুমোদন দিয়েছে ; এই প্রকল্প তিন বছরের মধ্যে রূপায়িত হবে।
প্রকল্প অনুযায়ী, বিপিন পাল সভাস্থল, গান্ধী ভবন এবং ব্যায়াম বিদ্যালয় ছাড়া গান্ধীবাগের বাকি জমি এবং বর্তমান সাপ নালা নিয়ে এই বিনোদন পার্ক গড়ে তোলা হবে। পার্কে থাকবে হাই স্পিড বডি স্লাইড, ফুড কোর্ট, ইনডোর স্পোর্টস, মাল্টিপারপাস হল, ক্রিকেট পিচ, ওয়াটার স্লাইড,মাশরুম আমব্রেলা প্রভৃতি।
গান্ধীবাগের রূপান্তরণের এই প্রচেষ্টা ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছে। শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যমন্ডিত এবং ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এই খোলামেলা গান্ধীবাগকে ব্যাবসায়িক কাজে ব্যবহার করাকে সাধারন জনগণ খুব একটা ভালো চোখে দেখছেন না। নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত থাকায় প্রতিবাদের ঝড় খুব একটা উঠেনি। এখন কংগ্রেস দল সরাসরি এর বিরোধিতায় নামল।
Comments are closed.