Also read in

গান্ধীবাগের বাণিজ্যিকীকরণ নয়, পুরপতিকে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের স্মারকলিপি

সম্প্রতি শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহবানে আয়োজিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার মঞ্চের পক্ষ থেকে পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরকে গান্ধীবাগে বাণিজ্যকেন্দ্র গড়ে তোলার প্রকল্পের প্রতিবাদে এক স্মারকলিপি প্রদান করা হয়। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির সভাপতি তপোধীর ভট্টাচার্যের স্বাক্ষরিত এই স্মারক পত্রে এ ব্যাপারে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে এক্ষেত্রে শিলচরে নাগরিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কার প্রতি পুরপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, শিলচরের গান্ধীবাগে ওয়াটার থিম পার্ক, মার্কেট কমপ্লেক্স, স্টার হোটেল প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে শিলচর পুরসভা।

শিলচরের গৌরবজনক ঐতিহ্যবাহী গান্ধীবাগের এক বিশাল অংশ উন্নয়নের অজুহাতে বেসরকারি সংস্থার কাছে হস্তান্তরিত করা হলে এ অঞ্চলে তীব্র আর্থ সামাজিক সংকট দেখা দেবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। বলা হয়, শিলচর শহরে বড় বড় ব্যবসা কেন্দ্র গড়ে ওঠার ফলে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ইতিমধ্যে উৎখাত হওয়ার অবস্থা হয়েছে। কাজেই গান্ধীবাগে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার নেতিবাচক পরিণাম সম্পর্কে স্মারকলিপিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

আরও বলা হয়, ইতিমধ্যেই উন্নয়নের নামে শিলচরের বহু মহীরুহ প্রচন্ডভাবে ধ্বংস করা হয়েছে। কাজেই গান্ধীবাগের সবুজায়ন ও সাপনালার পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ বলে দাবি জানিয়ে গান্ধীবাগ সম্পর্কে পুরসভার পরিকল্পনা বিষয়ে জনসাধারণকে অবহিত করার জন্য পুরপতির কাছে অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে দ্রুত নাগরিক সভা আহ্বান করে আলোচনা এবং ভাব বিনিময়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতেও পুরপতির প্রতি স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়। পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর মঞ্চের দাবি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় মঞ্চের পক্ষ থেকে সুব্রত ভট্টাচার্য, অজয় কুমার রায়, সন্তোষ চন্দ, সুবীর ভট্টাচার্য্য প্রমূখ উপস্থিত ছিলেন।এখানে উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি শিলচরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বানে অনুষ্ঠিত নাগরিক সভায়ও শহরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

এদিকে এই প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস পুর কমিশনাররা ইতিমধ্যেই নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর ও প্রকল্পের নির্মাণ সংস্থা প্রগ্রেসিভ ডেভেলপারস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পার্থসারথি চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন। অন্য কোথাও এই প্রকল্প গড়ে তুলতে এবং শহরের ‘ফুসফুস’ হিসেবে চিহ্নিত গান্ধী বাগের বাণিজ্যিকীকরণ না করার জন্য বহু সাধারণ নাগরিকও মত প্রকাশ করেছেন।

Comments are closed.