Also read in

করোনা মোকাবিলায় জারি করা বিধি নিষেধ মানা হচ্ছে কিনা খতিয়ে দেখতে অভিযান শিলচরে, জরিমানা আদায় ৩৭,৫০০

কোভিড ১৯ মহামারি সংক্রমণ মোকাবিলায় জারি করা বিধি নিষেধ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আজ এক অভিযান চালানো হয়। শিলচর শহর তথা পার্শ্ববর্তী এলাকায় আজ এই অভিযান চালিয়ে জরিমানাও আদায় করা হয়।

কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে শিলচর শহর তথা পার্শ্ববর্তী অঞ্চল সমূহে জনগণ মাস্ক ব্যবহার করছেন কিনা, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা, প্রকাশ্য স্থানে থুথু ফেলা কিংবা কোভিড সংক্রমণের জন্য জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের জারি করা বিধিনিষেধ ঠিকমত মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই শহরাঞ্চল তথা পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান চালানো হয়।

কাছাড়ের সহকারি আয়ুক্ত অভিলাষ বার্নওয়াল, বিভোর আগারওয়াল, দেবাজ্যোতি গগৈ এবং মারিয়া তানিমকে এ ধরনের অভিযান চালানোর জন্য নিযুক্ত করা হয় বলে জানা যায়।

সব মিলিয়ে জেলার সহকারি আয়ুক্তগন শিলচর শহর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে মোট ৩৭ হাজার ৫০০ টাকার জরিমানা আদায় করতে সমর্থ হয়েছেন।

এর মধ্যে সহকারি আয়ুক্ত অভিলাষ বার্নওয়াল শিলচরের নাহাটা এবং ফাটক বাজার এলাকাসমূহে অভিযান চালিয়ে আনুমানিক ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।অন্যদিকে সহকারি আয়ুক্ত বিভোর আগারওয়াল শিলচর তারাপুর অঞ্চলে আউটপোস্ট, মার্কেট, এবং স্টেশন চত্বর থেকে প্রায় ৮ হাজার ৫০০ টাকা, মারিয়া তানিম শিলচর রiঙিরখাড়ি অঞ্চল থেকে ৬৫০০ টাকা এবং দেবাজ্যতি গগৈ শিলচর সদরঘাট অঞ্চল থেকে ১০৫০০ টাকা জরিমানা আদায় করতে সমর্থ হয়েছেন বলে জানা যায়।

Comments are closed.