আগামীকাল থেকে শিলচর পুর এলাকার ২৮ টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে কেন্দ্রে ব্যাপক টিকাকরণ
কাছাড়ের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে শিলচর পুর এলাকার ২৮ টি ওয়ার্ডের প্রতিটিতে ব্যাপক কোভিড টিকাকরণ কার্যসূচির সূচনা হচ্ছে। ১৮ বছরের উর্ধ্বে নাগরিকরা এই শিবিরে কোভিশিল্ড টিকা নিতে পারবেন, এতে কোন স্লট বুকিং লাগবেনা l
কাছাড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরের ২৮ টি ওয়ার্ডের জনসাধারণকে এই সেন্টার গুলোতে এসে কোভিড-এর টিকাকরণ কার্যসূচিতে অংশ নেবার অনুরোধ জানানো হয়েছে l
উল্লেখ্য, যাদের দ্বিতীয় ডোজ নেবার সময় হয়েছে তারা উপযুক্ত প্রমাণ পত্র দেখিয়ে এই শিবিরগুলোতে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা ন্যাশনাল হেলথ মিশন’র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শিলচর পৌর এলাকার ১নম্বর ওয়ার্ডের জনসাধারণ কাছাড় হাইস্কুলে এসে কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করতে পারবেনl অনুরূপভাবে শহরের ২ নম্বর ওয়ার্ডের জনসাধারণ মালুগ্রাম গার্লস হাই স্কুল , তিন নম্বর ওয়ার্ডের জনগণ স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির, ৪ নম্বর ওয়ার্ডের জনগণ অভয়চরণ পাঠশালা, ৫ নম্বর ওয়ার্ডের জন্য ডঃ বি সি রায় হায়ার সেকেন্ডারি স্কুল, ৬ নম্বর ওয়ার্ডের জন্য গভঃ গার্লস স্কুল, ৭ এবং নয় নম্বর ওয়ার্ডের জন্য গভঃ বয়েজ স্কুল, আট নম্বর ওয়ার্ডের জন্য নরসিং হাই স্কুল, ১০ এবং ১১ নম্বর ওয়ার্ডের জন্য শিলচর মহিলা কলেজ, ১২নম্বর ওয়ার্ডের জন্য পাবলিক হাই স্কুল, ১৩ নম্বর ওয়ার্ডের জন্য নেতাজি বিদ্যাভবন গার্লস হাই স্কুল নির্ধারিত হয়েছে।
পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের জন্য তরণী মোহনদাস লস্কর অ্যাকাডেমিতে,১৫ নম্বর ওয়ার্ডের জন্য রাধামাধব কলেজ, ১৬ নম্বর ওয়ার্ডের জন্য লিঙ্ক রোডের শ্রীপল্লি বিদ্যামন্দির, ১৭ নম্বর ওয়ার্ডের জন্য শিলচরের টিচার্স ট্রেনিং কলেজ, ১৮ নম্বর ওয়ার্ডের জন্য ঘরবরণ অমর চাঁদ প্রেমদাময়ী হাই স্কুল, ১৯ নম্বর ওয়ার্ডের জন্য নিরঞ্জন পাল ইনস্টিটিউট, ২০নম্বর ওয়ার্ডের জন্য এম এম বালিকা বিদ্যালয়, ২১ নম্বর ওয়ার্ডের জন্য দূর্গাশঙ্কর পাঠশালা, ২২নম্বর ওয়ার্ডের জন্য অধর চাঁদ হাই স্কুল, ২৩ নম্বর ওয়ার্ডের জন্য ছোটেলাল হিন্দি পাঠশালা, ২৪ নম্বর ওয়ার্ডের জন্য শিলচর রেডক্রস, ২৫নম্বর ওয়ার্ডের জন্য তারাপুর গার্লস হাই স্কুল,২৬ নম্বর ওয়ার্ডের জন্য শিলচর জিসি কলেজ, ২৭ নম্বর ওয়ার্ডের জন্য শিলচর কেন্দ্রীয় বিদ্যালয় এবং ২৮নম্বর ওয়ার্ডের জন্য ১৮ বছরের ঊর্ধ্বের জনসাধারণ সূর্যকুমার হাইস্কুলে এই টিকাকরণ করতে পারবেন। টিকাকরণের সময় নাম, বয়স ইত্যাদির পরিচয়ের প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে ।
গ্রামাঞ্চলের জন্য শীঘ্রই অনুরূপ টিকাকরণের বিশেষ শিবির অনুষ্ঠিত হবে বলে জেলাশাসক কীর্তি জল্লি জানিয়েছেন।
Comments are closed.